গুয়াহাটিঃ সারা দেশের সঙ্গে অসম ও এবার লিঙ্গ সমতার ক্ষেত্ৰে বিশেষ পদক্ষেপ নিয়েছে। আসন্ন এপ্ৰিলে অনুষ্ঠেয় রাজ্যের লোকসভা নির্বাচনে পুরুষ ও মহিলা ভোটারের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মোট ৫০৩ জন তাদের ভোটাধিকার প্ৰয়োগ করবেন। সুপ্ৰিমকোর্ট ইতিমধ্যেই কিন্নরদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে। ভারতীয় সংবিধানেও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মৌলিক অধিকারের প্ৰতি স্বীকৃতি প্ৰদান করা হয়েছে। তাই পুরুষ,নারীর মতো তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও সম অধিকারের যোগ্য। তৃতীয় লিঙ্গের বিষয়টি এখন একটা ধারণায় পর্যবসিত হয়েছে। সব সামাজিক কাজে অংশ নেওয়ার সম অধিকার রয়েছে তাদের।
রাজ্য নির্বাচন বিভাগের মতে,রাজ্যে মোট ২,১৭,৬০,৬০৪ জন ভোটারের মধ্যে ৫০৩ জন তৃতীয় লিঙ্গের ভোট। এই ৫০৩ জনের মধ্যে ১১ এপ্ৰিল রাজ্যে প্ৰথম দফায় ভোট দেবেন ১৫৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ১৮ এপ্ৰিল দ্বিতীয় দফায় ভোট দিচ্ছে ১৮১ জন এবং ২৩ এপ্ৰিল অন্তিম দফায় ১৬৪ জন কিন্নর তাদের ভোটাধিকার প্ৰয়োগ করবেন।