গুয়াহাটির আমবাড়িস্থিত প্ৰেসক্লাবের সামনে সরকার বিরোধী শ্লোগানে উত্তাল করে তোলে অসম প্ৰদেশ রাষ্ট্ৰীয় বজরং দল। সংসদে আইন এনে শ্ৰীরাম জন্মভূমিতে রামমন্দির নির্মাণের দাবিতে ১ অক্টোবর থেকে অনশনরত সাধু মহন্ত পরমহংস দাসকে উত্তর প্ৰদেশ পুলিশ গ্ৰেপ্তার করার প্ৰতিবাদে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির কুশপুতুল দাহ করে অসম প্ৰদেশ রাষ্ট্ৰীয় বজরং দল। ভারতীয় জনতা পার্টি রামমন্দির নির্মাণের বিষয়টি জিয়েই রেখেছে বলে অভিযোগ করে তারা একই সঙ্গে আগামি নির্বাচনে এর পরিণতির জন্য প্ৰস্তুত থাকারও আহ্বান জানিয়েছে। আগামি ২১ অক্টোবর আন্তর্জাতিক হিন্দু পরিষদ শ্ৰীরাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের দাবিতে লখনৌ থেকে অযোধ্যা অবধি ১২০ কিলোমিটার পদযাত্ৰা করবে বলে ঘোষণা করেছে।
রামমন্দির নির্মাণের দাবিতে অসম প্ৰদেশ রাষ্ট্ৰীয় বজরং দলের প্ৰতিবাদ

Next Story