সামারা এরেনায় সোমবার অনুষ্ঠিত বিশ্বকাপের গ্ৰুপ এ-র ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্ৰুপ শীর্ষে উঠে এলো উরুগুয়ে। খেলার ১০ মিনিটের মাথায় উরুগুয়েয়ান স্ট্ৰাইকার লুইস সুয়ারেজ রাইট কর্নার থেকে আস্থার সঙ্গে ফ্ৰি কিক নিলে সেই বল রুশ নেটে ঢুকে যায়। ফলে গোড়াতেই লিড নেয় উরুগুয়ে। এরপর ২৩ মিনিটে উরুগুয়ের মিড ফিল্ডার দিয়েগো লাক্সাল্টের কিক নেওয়া বল ড্যানিস চেরিশেভের পায়ে লেগে রুশ জালে ঢুকে পড়ে। এই আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০ এ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি গোল করেন উরুগুয়ের এডিনসন কাভানি। ফলে উরুগুয়ে ৩-০ গোলে জয় তুলে গ্ৰুপ শীর্ষে পৌঁছে যায়। এদিন ঘরোয়া দলটিকে কোনও সুযোগই দেয়নি উরুগুয়েনরা। চেরিসেভের আত্মঘাতী গোল রুশ মনোবলকে আরও ভেঙে দেয়। পরের দিকে রাশিয়ার ফরোয়ার্ড লাইনও প্ৰায় নিষ্প্ৰভ হয়ে পড়ে। তবে দুটো দল নকআউট পর্যায়ে নিজেদের জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই।
Begin typing your search above and press return to search.