রুশ রাষ্ট্ৰপতি ভ্লাদিমির পুতিন আজ দিল্লি আসছেন

রুশ রাষ্ট্ৰপতি ভ্লাদিমির পুতিন আজ দিল্লি আসছেন
Published on

রুশ রাষ্ট্ৰপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দুদিনের ভারত সফরে দিল্লি আসছেন। পুতিনের সফরকালে ভারত ও রাশিয়ার মধ্যে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম সহ প্ৰায় ২০টি চুক্তি স্বাক্ষর হতে পারে। আঞ্চলিক ও বিশ্বের প্ৰধান ইস্যুগুলি নিয়ে পুতিন বক্তব্য রাখবেন। ইরানের অশোধিত তেল আমদানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্ৰের অবরোধের প্ৰসঙ্গটি তুলবেন পুতিন। এখানে ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং পুতিনের মধ্যে ১৯তম ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও অনুষ্ঠিত হবে। ভারত-রুশ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও কথা বলবেন উভয় নেতা। পরমাণু শক্তি,প্ৰতিরক্ষা,অর্থনীতি এবং মহাকাশ ইত্যাদি ইস্যু নিয়ে ২০টি চুক্তি স্বাক্ষরিত হবে দুদেশের মধ্যে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com