রেল শহর লামডিঙে সারা অসম বাঙালি পরিষদের হোজাই জেলা কমিটি আজ রেল অবরোধ করে। ডিটেনশন ক্যাম্পে আটক হিন্দু বাঙালিদের মুক্তি দেওয়া,বিদেশি ট্ৰাইবুনালে হিন্দু বাঙালিদের বিরুদ্ধে চলা ‘ডি’ ভোটার মামলা প্ৰত্যাহার,এনআরসি ও বিদেশির নামে হিন্দু বাঙালিদের হেনস্তা বন্ধ করার দাবিতেই এই রেল অবরোধের ডাক দেয় তারা। এনআরসি ছুট হিন্দু বাঙালিদের নাম তালিকাভুক্ত করারও দাবি জানায় পরিষদ। সংগঠনের দুশোর বেশি নেতা,কর্মী-এই পাঁচ দফা দাবিতে শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। অবরোধের ফলে নিম্নগামী ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেস আটকা পড়ে লামডিং স্টেশনে।
Begin typing your search above and press return to search.