লোকসভা নির্বাচনের জন্য প্ৰথম দফার প্ৰার্থী তালিকা প্ৰকাশ করল এআইসিসি

গুয়াহাটিঃ অল ইন্ডিয়া কংগ্ৰেস কমিটি(এআইসিসি)আসন্ন লোকসভা নির্বাচনের জন্য অসম তথা উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের প্ৰথম দফার প্ৰার্থী তালিকা প্ৰকাশ করেছে।
এআইসিসি-র এক প্ৰেস বিবৃতি অনু্যায়ী দলের কেন্দ্ৰীয় নির্বাচন কমিটি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নিম্নলিখিত প্ৰার্থীদের নাম বাছাই করেছে।
অসমে স্বরূপ দাস করিমগঞ্জ সংরক্ষিত আসন থেকে দলের হয়ে প্ৰতিদ্বন্ব্দিতা করছেন। সুস্মিতা দেব কংগ্ৰেসের পক্ষে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন শিলচর লোকসভা কেন্দ্ৰ থেকে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈর ছেলে গৌরব গগৈ কলিয়াবর লোকসভা আসনে ও সুশান্ত বরগোঁহাই যোরহাট ও পবন সিং ঘাটোয়ার ডিব্ৰুগড় লোকসভা কেন্দ্ৰ থেকে লড়ছেন।
এআইসিসি-র ওই তালিকা অনু্যায়ী মেঘালয়ের ভিনসেন্ট এইচ পল শিলং এসটি সংরক্ষিত কেন্দ্ৰে এবং রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মুকুল সাংমা লড়ছেন তুরা সংরক্ষিত আসন থেকে।
ওদিকে নাগাল্যান্ডে কেএল চিসি নাগাল্যান্ড কেন্দ্ৰ থেকে ও ভারত বার্নেট লড়ছেন সিকিম কেন্দ্ৰে।