লোকসভা ভোটের আগে অসমের ভূমিপুত্ৰদের অধিকার সুরক্ষার আর্জি পিভিএম-এর

গুয়াহাটি: প্ৰব্ৰজন বিরোধী মঞ্চের(পিভিএম)আহ্বায়ক উপমণ্যু হাজরিকা বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰ ও রাজ্যের জোট সরকারের বিরুদ্ধে একহাত নিয়ে বলেন,উভয় সরকারই নির্বাচনী প্ৰচারকালে জনগণকে দেওয়া প্ৰতিশ্ৰুতি পালনে ব্যর্থ হয়েছে। হাজরিকা বলেন,লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্ৰীয় সরকারের উচিত অসমের স্থানীয় ভূমিপুত্ৰদের অধিকার সুরক্ষিত করা। এখানে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতাদের সঙ্গে পিভিএম নেতা স্থানীয়দের জন্য ভূমি সংরক্ষণে আইন পাস করার এবং একইসঙ্গে ১৯৫১ সালের রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)ভিত্তিতে সরকারি চাকরিতে স্থানীয় ভূমিপুত্ৰদের নিয়োগ সুনিশ্চিত করতে এবং তাদের ব্যবসা বাণিজ্যের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান। প্ৰব্ৰজন বিরোধী মঞ্চের সসদস্যদের সবারই পরনে এদিন কালো বস্ত্ৰ দেখা গেছে।
তারা আরও বলেন,‘মানুষের আওয়াজকে সরকার কোনও গুরুত্বই দিচ্ছে না। কালো রংই এখন সরকারকে তাড়া করছে’-উল্লেখ করেন তিনি। হাজরিকা এনআরসি পুনরায় পরীক্ষা করার দাবি জানিয়েছেন। বিরোধিতা করেছেন নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-এরও। বলেছেন অসমে কোনও ধরনের অবৈধ অনুপ্ৰবেশ তাদের কাম্য নয়। ‘বিশেষ করে ১৯৫১ সালের এনআরসির ভিত্তিতে স্থানীয় ভূমিপুত্ৰদের জন্য ভূমি সংরক্ষণে আইন আনার ক্ষেত্ৰে কেন্দ্ৰকে জড়ানোর কোনও অর্থ নেই’-উল্লেখ করেন হাজরিকা। তিনি বলেন,‘ভূমি সংরক্ষণের ক্ষেত্ৰে শুধু রাজ্যের ৬৪ জন বিধায়কের সমর্থন প্ৰয়োজন। স্থানীয়দের জন্য এ ধরনের ভূমি সংরক্ষণ নীতি না হলে অন্য কোনও আইন স্থানীয় ভূমিপুত্ৰদের অধিকার,অস্তিত্ব রক্ষা করতে পারবে না। জমি থাকলে অসমিয়া সম্প্ৰদায়ও বেঁচে থাকবে এবং এটা হলেই এই সম্প্ৰদায়ের ভাষা,নিরাপত্তা ও অস্তিত্ব বহাল থাকবে’।