শহিদ মনেশ্বর বসুমতারির পরিবারের জন্য ২০ লক্ষ টাকা ঘোষণা মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটিঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুরায় আত্মঘাতী বোমা হামলায় শহিদ হওয়া অসমের সিআরপিএফ জওয়ান মনেশ্বর বসুমতারির পরিবারের জন্য ২০ লক্ষ টাকা সাহা্য্য ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। এদিকে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি এবং মুখ্যমন্ত্ৰী সোনোয়াল এক পৃথক বিবৃতিতে কাশ্মীরে জইশ-ই-মহম্মদের আত্মঘাতী জঙ্গি আক্ৰমণের কঠোর ভাষায় নিন্দা করেছেন। তাঁরা উভয়েই শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জানিয়েছেন।
কাশ্মীরে সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গিদের মারণ আক্ৰমণের নিন্দা করে রাজ্যপাল মুখি বলেন,যেকোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতির মোকাবিলার জন্য সারা দেশ একজোট রয়েছে। তিনি বলেন,সন্ত্ৰাসীদের মারণ আক্ৰমণে ব্যাপক সংখ্যক সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে সারা দেশ শোকাচ্ছন্ন। প্ৰত্যেক সচেতন নাগরিকের এই জঘন্য অপরাধের নিন্দা করা উচিত। উচিত সন্ত্ৰাসের বিরুদ্ধে প্ৰত্যেকের ক্ষোভ উগরে দেওয়া।
মুখ্যমন্ত্ৰী বলেন,এধরনের সন্ত্ৰাসী কার্যকলাপ কখনোই ভারতের নিরাপত্তা বাহিনীর নৈতিক মনোবল ভাঙতে পারবে না। শহিদ সেনাদের প্ৰতি গভীর শ্ৰদ্ধা জানিয়ে সোনোয়াল ওই বর্বরোচিত ঘটনায় আহত সৈনিকদের দ্ৰুত আরোগ্য কামনা করেন। মুখ্যমন্ত্ৰী বলেন,কর্তব্যরত অবস্থায় বসুমতারির এই আত্ম বলিদান সারা দেশ স্মরণে রাখবে। তাঁর এই আত্মত্যাগ সন্ত্ৰাসের বিরুদ্ধে লড়াইয়ের সেনাদের আরও অনুপ্ৰাণিত করবে।