Begin typing your search above and press return to search.
শাল কাঠ বোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত জোরাবাটে,চালক আটক

গুয়াহাটিঃ সিআইডি কর্মীরা রবিবার শাল কাঠ বোঝাই একটি ট্ৰাক(নং-এনএল ০১ এল৬৫৮৯)বাজেয়াপ্ত করে মহানগরীর জোরাবাট এলাকা থেকে। ট্ৰাকটি শিলং থেকে গুয়াহাটি আসছিল। গাড়ির চালককে হেমন্ত ডেকা নামে শনাক্ত করা হয়েছে। পুলিশ জেরা করছে তাকে।
Next Story