গুয়াহাটিঃ সিআইডি কর্মীরা রবিবার শাল কাঠ বোঝাই একটি ট্ৰাক(নং-এনএল ০১ এল৬৫৮৯)বাজেয়াপ্ত করে মহানগরীর জোরাবাট এলাকা থেকে। ট্ৰাকটি শিলং থেকে গুয়াহাটি আসছিল। গাড়ির চালককে হেমন্ত ডেকা নামে শনাক্ত করা হয়েছে। পুলিশ জেরা করছে তাকে।
Begin typing your search above and press return to search.