Begin typing your search above and press return to search.

শাসক দলের মতে বাজেট উন্নয়নমুখি,বিরোধীরা বলল ভোট কেন্দ্ৰিক

শাসক দলের মতে বাজেট উন্নয়নমুখি,বিরোধীরা বলল ভোট কেন্দ্ৰিক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 Feb 2019 9:13 AM GMT

গুয়াহাটিঃ ২০১৯-২০ সালের যে রাজ্য বাজেটে বুধবার অসম বিধানসভায় পেশ করা হয়েছে শাসক দলের বিধায়করা তাকে উন্নয়নমুখি বলে বর্ণনা করেছেন। অন্যদিকে বিরোধীরা বাজেটকে নির্বাচন কেন্দ্ৰিক বলে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছেন। বুধবার বিধানসভায় বাজেট পেশ করার পর অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন,গত দুবছরের অভিজ্ঞতার ভিত্তিতেই বাজেট প্ৰস্তুত করা হয়েছে,যা রাজ্যের সামগ্ৰিক উন্নয়ন ত্বরান্বিত করবে-উল্লেখ করেন শর্মা। ‘আমরা বাজেটে সমাজের সবস্তরের মানুষকে শামিল করার চেষ্টা করেছি। বাজেটে রাজস্ব ব্যয়ের পরিমাণ ৭৯,০০০ কোটি টাকা ছুঁয়েছে এবং মূলধনী ব্যয়ের অঙ্ক দাঁড়াবে আনুমানিক ২১ হাজার কোটি টাকা। আজকের তারিখ পর্যন্ত বিনিয়োগের লক্ষ্যমাত্ৰা ধার্য হয়েছে সর্বোচ্চ’।

বাজেটে ঘোষিত কিছু নতুন স্কিমের কথা উল্লেখ করে শর্মা বলেন,‘মানুষ একটাকা কেজি দরে চাল পাবেন। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে,যেসব পরিবারের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার কম তাদের পরিবারের বিবাহযোগ্য কন্যার জন্য সরকার একতোলা করে সোনা দেবে। বলেন,আমাদের রাজ্যে বিয়ের সময় মেয়েদের সোনা দেওয়ার প্ৰথা রয়েছে।

অগপ সভাপতি অতুল বরা এই বাজেটকে ভোটমুখি বলে বর্ণনা করেন। বাজেটে সামগ্ৰিক উন্নয়নের কিছুই নেই। রাজ্যের বন্যা ও ভাঙনের মতো জ্বলন্ত সমস্যাকে স্পর্শও করা হয়নি বাজেটে। ভাঙন বিধ্বস্ত পরিবারগুলির সম্পর্কে বাজেটে কিছুই উল্লেখ করা হয়নি। বেকার যুবকদের স্বার্থে টুশব্দটি করা হয়নি-বলেন বরা।

প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ এই বাজেটকে ‘জুমলা’ আখ্যা দিয়েছেন। বাজেটে অনেক কিছুই আওড়ানো হয়েছে। প্ৰতিশ্ৰুতি অনু্যায়ী এই সব স্কিম আখেরে কতটা রূপায়িত হবে তাতে সন্দেহের অবকাশ রয়েছে। গগৈ বলেন,গত বছরের বাজেটেও এধরনের বহু আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তব ক্ষেত্ৰে তার যথাযথ রূপায়ণ আমাদের নজরে পড়েনি-বলেন তরুণবাবু।

Next Story
সংবাদ শিরোনাম