Begin typing your search above and press return to search.
শিবসাগরে ভারত মাতা পূজন উদ্বোধন করলেন মন্ত্ৰী পীযূষ হাজরিকা

ভারত মাতা পূজন উদযাপন সমিতি শিবসাগরে আয়োজিত ভারত মাতা পূজন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী পীযূষ হাজরিকা। এর আগে ভারত মাতার প্ৰতি মূর্তির সামনে প্ৰদীপ জ্বালান শিবদৌলের প্ৰধান পুরোহিত সুরেশ বরঠাকুর এবং নারকেল ভাঙেন যোরহাটের সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা। প্ৰণতি বরুয়ার পরিচালনায় মঙ্গলাচরণের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিধায়ক যোগেন মহন,বিধায়ক কুশল দুয়রী,পুলিশ আধিকারিক দেবাশিস শর্মা সহ বেশকিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকেন। অনুষ্ঠানে বক্তব্য রেখে মন্ত্ৰী পীযূষ হাজরিকা ভারতের সংস্কৃতি বিশ্বের সমস্ত সংস্কৃতি থেকে পুরনো বলে উল্লেখ করে বলেন,এমন বৈচিত্ৰ্যময় সংস্কৃতি অন্য কোথাও দেখা যায় না। ভারতীয় দর্শনের এই মহানতার জন্যই ভারত মাতাকে সবার সম্মান জানানো উচিত।
Next Story