শিলচর লোকসভা কেন্দ্রে হিমন্ত বিজেপি-র প্রার্থী ?

গুয়াহাটি: লোকসভা ভোটের দিন যতই এগিয়ে আসছে ,ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।এক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে নেই গেরুয়া শিবির। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার শিলচর লোকসভা কেন্দ্রটিতে শাসকদল বিজেপি-র প্রার্থিত নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে। এমনকি , রাজ্যের অর্থ-স্বাস্থ্য -পূর্ত বিভাগের মন্ত্রী হিমান্তবিশ্ব শর্মা শিলচর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার খবর বিভিন্ন মহলে কানাঘোষা করা দেখা যাচ্ছে।
কিন্তু আদৌ কি তিনি ওই কেন্দ্র থেকে ভোট ময়দানে নামবেন ?এই প্রশ্নটা এখন উপত্যকাজুড়ে বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে বিশেষ মন্তব্য করতে নারাজ মন্ত্রী শর্মা। বরং এরপরিবর্তে বিষয়টি উড়িয়ে দেন মন্ত্রী শর্মা। বুধবার দিশপুর সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদিক সম্মেলনের শেষে এক বিশেষ আলাপচারিতায় তিনি বলেন , সম্পূর্ণ ভুল খবর ছড়ানো হচ্ছে। এমনি মনগড়া এবং গুজব রটানো হচ্ছে। বলেন ,একাংশ অযথা বিতর্ক ছড়ানোর চেষ্টা করছে। এধরণের কথা আমি ভাবিনি। এছাড়া ,তিনি বলেন ,গোটা রাজ্য থেকে আমার জন্য অফার আসে। সবাই আমাকে ভোট দাঁড়াতে বলে। কিন্তু তাই বলে সবখানেই কি দাঁড়ানো যায়।
একইসঙ্গে হিমন্ত জানান ,রাজ্যে অনেক উন্নয়নের কান করতে বাকি আছে। এগুলি নিয়ে ভাবার সময় আমার নেই। বলেন ,সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে। এধরণের কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ,এখন ঐকবদ্ধ হয়ে কাজ করার সময়। তবে বাস্তব সত্যতা কি সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে সামগ্রিক বিষয়টি নিয়ে অস্বীকার করেন মন্ত্রী শর্মা। শুধু তাই নয় ,প্ৰাৰ্থিত্বকেন্দ্রিক বিষয়টিতে কোনও গুরুত্বই দিলেন না হিমন্ত। উল্লেখ্য,এধরণের গুজবে যে গুরুত্ব দিচ্ছেন সেটা তাঁর কথায় প্রকাশ্যে এসে গেছে।
এদিকে ,মন্ত্রী শর্মার এই ঘোষণার বরাক বিজেপির নেতাদের কাছ থেকে কিধরারণের প্রতিক্রিয়া উঠে আসে সেটাই হয়ে লক্ষ্যণীয়। অন্যদিকে ,সমগ্র বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে শিলচরের বিধায়ক তথা অসম বিধানসাভার প্রাক্তন উপাধাক্ষ্য দিলীপকুমার পাল বলেন ,এধরণের খবর আমাদের হাতে নেই। তবে দলের প্রথম সারির নেতা হিসেবে মন্ত্রী শর্মাকে যদি দলীয় নেতৃত্ব শিলচরের লোকসভা কেন্দ্র থেকে প্ৰাৰ্থীত্ব প্রদান করে তাহলে সেটাকে স্বাগত জানাবো। কেননা ,শিলচর কেন্দ্র থেকে মন্ত্রী শর্মা সংসদ যদি হয় তাহলে কেন্দ্রে মন্ত্রী হবেন এবং তখনই শিলচর এবং বারাক উপত্যকার আরও উন্নয়ন হবে। অনেকটা সমস্যা মিটে যাবে আমাদের।
উল্লেখ্য ,শিলচর কেন্দ্র বিজেপি দলের প্রার্থী কে হবে তা নিয়ে চলছে জল্পনা। বিশেষ করে ,কৌশিক রায় ,রাজ্যের বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ,রাজদীপ রায় ,বিধায়ক তথা আসম বিধানসভার প্রাক্তন উপাধক্ষ্য দিলীপকুমার পাল প্রমুখ। তবে ওই কেন্দ্রটির বর্তমানের কংগ্রেসি সংসদ সুস্মিতা দেবের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য শেষেমেষ গেরুয়া শিবির কিব সিদ্ধান্ত নেয় সেটাই হবে লক্ষ্যণীয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব ওই লোকসভা আসনটিতে অনেকটা মজবুত অবস্থায় রয়েছেন।