Begin typing your search above and press return to search.

শেয়ানে শেয়ানে লড়াই,সেনেগাল-জাপানের ম্যাচ ২-২-এ ড্ৰ

শেয়ানে শেয়ানে লড়াই,সেনেগাল-জাপানের ম্যাচ ২-২-এ ড্ৰ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Jun 2018 1:25 PM GMT

রাশিয়ার একাতেরিনবাগে রবিবার বিশ্বকাপের গ্ৰুপ-এইচ-এ জাপান-সেনেগালের ম্যাচটি ২-২ গোলে ড্ৰ হয়েছে। ম্যাচের শুরুতে সেনেগাল জোরদার আক্ৰমণ শানায়। খেলার ১১ মিনিটে সেনেগালের এস মানে প্ৰথম গোল হাঁকিয়ে দলকে এগিয়ে নেন। পিছিয়ে থেকে লড়াইয়ে ফিরে খেলার ৩৪ মিনিটে জাপানের টি ইনুই গোল শোধ করেন। উত্তেজনার পারদ তখন চড়ে যায় জাপান শিবিরে। স্বস্তি ফিরে আসে জাপ সমর্থকদের মধ্যে। এদিনের এই ম্যাচ ছিল যথেষ্ট রোমাঞ্চকর। বল পজেশনে রাখতে কোনও দলেরই কোনও খামতি ছিল না। প্ৰতিমুহূর্তেই পরস্পর পরস্পরের রক্ষণভাবে আক্ৰমণ শানায়। প্ৰথমার্ধে ১-১ গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে সেনেগালের এম ওয়াগু দর্শনীয় গোল করে ফের লিড এনে দেন দলকে। কিন্তু মরিয়া জাপানের কেইসুকে হন্ডা জান লড়িয়ে ৭৮ মিনিটে গোল করে আবার সমতা ফেরান। এর পর কোনও দলই কাউকে তার রক্ষণভাগ ভাঙার সুযোগ দেয়নি।

Next Story
সংবাদ শিরোনাম