Begin typing your search above and press return to search.
শোণিতপুর জেলার গ্ৰামে বুনো হাতির তাণ্ডব,আতঙ্কিত গ্ৰামবাসীরা

তেজপুরঃ একপাল বুনো হাতি গত দুমাস ধরে চারিদুয়ার,বালিপাড়া,রাঙাপাড়ায় রীতিমতো ত্ৰাস চালিয়ে যাচ্ছে। অসম অরুণাচল প্ৰদেশের সীমান্ত এলাকায়ও তাণ্ডব চালাচ্ছে হাতিরা। ওই সব এলাকার মানুষ ভয়ঙ্কর পরিণতির আশঙ্কায় জেগে রাত কাটাচ্ছেন। সোনাই-রুপাই বনাঞ্চল থেকে বেরিয়ে এসেছে হাতির পালটি। বালিপাড়া ও শোণিতপুর জেলার চারিদুয়ার এলাকায় হানা দিয়ে হাতিরা আটটি বাড়ির ব্যাপক ক্ষতি করেছে। ওদিকে কাজিরঙা থেকে বেরিয়ে আসা এক দল হাতি গহপুর মহকুমার দক্ষিণ প্ৰান্তে ঢুকে কুরুয়াপথারে বেশকটি ঘর গুড়িয়ে দিয়েছে।
Next Story