Begin typing your search above and press return to search.

সংবাদ মাধ্যমের স্বাধীনতা জাতীয় নিরাপত্তার ঊর্ধ্বে নয়ঃ জেটলি

সংবাদ মাধ্যমের স্বাধীনতা জাতীয় নিরাপত্তার ঊর্ধ্বে নয়ঃ জেটলি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 March 2019 1:32 PM GMT

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী অরুণ জেটলি বৃহস্পতিবার বলেছেন,সংবাদ পত্ৰের স্বাধীনতা কখনোই জাতীয় নিরাপত্তার ঊর্ধ্বে নয় এবং সংবিধান প্ৰণেতারাও এই বিষয়টি অনুধাবন করেছেন। ৫৯০০০ কোটি টাকার রাফাল যুদ্ধ বিমান কেনা সম্পর্কিত চুক্তির গুরুত্বপূর্ণ নথি প্ৰতিরক্ষা মন্ত্ৰক থেকে চুরি গেছে বলে কেন্দ্ৰ সুপ্ৰিমকোর্টকে জানিয়েছিল। বলা হয়েছিল রাফাল ইস্যু নিয়ে দ্য হিন্দু সংবাদপত্ৰে গত বুধবার এবং এরআগে ৮ ফেব্ৰুয়ারি প্ৰতিবেদন প্ৰকাশিত হয়েছিল। প্ৰতিরক্ষা মন্ত্ৰক থেকে চুরি যাওয়া তথ্যের ভিত্তিতেই ওই প্ৰতিবেদন প্ৰকাশ করা হয়েছিল বলে কেন্দ্ৰের তরফে অভি্যোগ করা হয়েছে। এ সম্পর্কে সাংবাদিকদের প্ৰশ্নের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্ৰী জেটলি ওই প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেন।

জেটলি পরিষ্কার করে বলেন,এব্যাপারে কোর্টে যে প্ৰশ্ন উঠেছে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আদালতের ওপরই ছেড়ে দেওয়া সমীচিত হবে। তবে এটা ঠিক যে,দেশের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ নথি ফাঁস করা হয়েছে-বলেন জেটলি।

‘আমাদের এটা ভুলে গেলে চলবে না যে ভারতে সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে এবং আমাদের শ্ৰদ্ধাও রয়েছে এর প্ৰতি। কিন্তু সংবিধান প্ৰণেতারাও এটা বলেছেন যে জাতীয় নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্ৰম এবং গত ৭২ বছরে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ জানায়নি-উল্লেখ করেন জেটলি।

রাফাল চুক্তি নিয়ে মোদি সরকারের দাবি সম্পর্কে হিন্দু পত্ৰিকায় পরস্পর বিরোধী রিপোর্ট প্ৰকাশিত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল গত বুধবার কেন্দ্ৰের হয়ে সুপ্ৰিমকোর্টকে রাফাল চুক্তির গোপন নথি প্ৰতিরক্ষামন্ত্ৰক থেকে চুরি যাওয়ার কথা জানান।

বেণুগোপাল শীর্ষ আদালতকে আরও বলেছেন,এ ঘটনার মাধ্যমে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন করা হয়েছে। উল্লেখ্য এই মামলা নিয়ে সুপ্ৰিমকোর্ট গত ১৪ ডিসেম্বর ৩৬টি রাফাল কেনা নিয়ে সরকারকে ক্লিন চিট দিয়েছিল। এরফলে সরকারও কিছুটা স্বস্তি পেয়েছিল।

কেন্দ্ৰ বুধবার সুপ্ৰিমকোর্টকে আরও বলেছে,ফাঁস হওয়া নথির ওপর ভিত্তি করেই যশবন্ত সিনহা এবং অরুণ শৌরি রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। এদিকে হিন্দু গ্ৰুপ অফ পাবলিকেশনের চেয়ারম্যান এন রাম বলেছেন,রাফাল সম্পর্কে হিন্দু পত্ৰিকায় প্ৰতিবেদন চুরি করা তথ্যের ওপর ভিত্তি করে প্ৰকাশ করা হয়নি। তবে কোনও সূত্ৰ থেকে পত্ৰিকাটি এই তথ্য সংগ্ৰহ করেছে সে ব্যাপারে মুখ খুলতে অস্বীকার করেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম