Begin typing your search above and press return to search.

সন্ত্ৰাস দমনে নিরাপত্তা সংস্থাগুলিকে তালমিল বজায় রেখে কাজ করার আহ্বান মিশ্ৰর

সন্ত্ৰাস দমনে নিরাপত্তা সংস্থাগুলিকে তালমিল বজায় রেখে কাজ করার আহ্বান মিশ্ৰর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  15 Sep 2018 11:20 AM GMT

ইটানগরঃ অরুণাচল প্ৰদেশের রাজ্যপাল ব্ৰিগেডিয়ার(অবসরপ্ৰাপ্ত)ড.বি ডি মিশ্ৰ শুক্ৰবার উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি কার্যকলাপ দমনে এই অঞ্চলের সব নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। রাজভবনের দরবার হলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ডিজিপি,আইজিপি এবং কেন্দ্ৰীয় পুলিশ সংগঠনের ২৫তম সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন মিশ্ৰ। তিনি সতর্ক করে দিয়ে বলেন,জঙ্গি কার্যকলাপের প্ৰতি দেরিতে ব্যবস্থা গ্ৰহণ অথবা ঢিলেঢালা নীতি গ্ৰহণ করা হলে পুলিশের প্ৰতি আম জনতার আস্থা কমে যাবে।

মিশ্ৰ সুপারিশ করেন নিরাপত্তার ক্ষেত্ৰে যতই চ্যালেঞ্জ আসুক না কেন জঙ্গি কার্যকলাপের মোকাবিলায় পুলিশ সবক্ষেত্ৰে তাদের শক্তি বাড়াতেই হবে। রাজ্যপাল পুলিশে নিয়োগ ব্যবস্থা ও প্ৰশিক্ষণ পরিচ্ছন্ন করা সহ অস্ত্ৰশস্ত্ৰ,বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ের প্ৰতি গুরুত্ব দেন। বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বজায় রাখার কথাও বলেন মিশ্ৰ। ভাল পুলিশি কাজকর্মের জন্য নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে একটা তালমিল বজায় রেখে চলারও আহ্বান জানান তিনি।

ব্ল্যাক ক্যাটের প্ৰাক্তন প্ৰধান হিসেবে তাঁর অভিজ্ঞতা শেয়ার করে মিশ্ৰ একটা গণতান্ত্ৰিক দেশে সন্ত্ৰাসী কার্যকলাপ নিয়ন্ত্ৰণে কিছু প্ৰতিকারমূলক ব্যবস্থা গ্ৰহণের সুপারিশ করেন। এই প্ৰতিকারমূলক ব্যবস্থাগুলি হচ্ছে ভাল উন্নয়নমূলক নীতি,কাজে সু্যোগ সুবিধা,কর্মপদ সৃষ্টি,ভাল সড়ক,উন্নত যোগাযোগ ব্যবস্থা,উপযুক্ত শিক্ষা ও জঙ্গি কার্যকলাপের সক্ৰিয় মোকাবিলা ইত্যাদি। ধর্ষণের মতো জঘন্য অপরাধ ও গণপিটুনির ঘটনার বিরুদ্ধেও উপযুক্ত প্ৰতিকারমূলক ব্যবস্থা গ্ৰহণ করতে তিনি ডিজিপিদের পরামর্শ দেন। আন্তঃরাজ্য ইস্যুগুলি নিয়ে ডিজিপিদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক করে ইস্যুগুলির যুক্তিসম্মত সমাধানের আহ্বান জানান মিশ্ৰ।

Next Story
সংবাদ শিরোনাম