নায়াদিল্লিঃ সংবিধানের কাঠামোর মধ্যে রাজ্যপালদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সমাজের ব্যাপক সংখ্যক মানুষের কল্যাণে কেন্দ্ৰীয় প্ৰকল্পগুলির যথাযথ রূপায়ণও সুনিশ্চিত করতে হবে রাজ্যপালদের। সোমবার রাষ্ট্ৰপতি ভবনে রাজ্যপালদের ৪৯তম সম্মেলনে কথাগুলি বলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি।
সমাজের কল্যাণে রাজ্যপালদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের শলা মোদির

Next Story