আগরতলাঃ ত্ৰিপুরায় ৫০ ঊর্ধ্ব সরকারি কর্মী যারা ইতিমধ্যেই ৩০ বছর কাজ করেছেন তাদের জন্য ওয়ার্ক রিভিউ সিস্টেম চালু করার একটি প্ৰস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার। সরকারি সূত্ৰ জানাচ্ছে,যদি কোনও বয়স্ক কর্মী তাঁর কাজ যথাযথভাবে করতে অপারগ হন তাহলে তিন মাসের বেতন সহ তাকে অবসরে পাঠানো হবে।
সরকারি কর্মীদের ক্ষেত্ৰে ওয়ার্ক রিভিউ সিস্টেম চালু করতে যাচ্ছে ত্ৰিপুরা

Next Story