Begin typing your search above and press return to search.

সরকারি নীতিতে আরএসএস হস্তক্ষেপ করবে নাঃ ভাগবত

সরকারি নীতিতে আরএসএস হস্তক্ষেপ করবে নাঃ ভাগবত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Sep 2018 11:17 AM GMT

নয়াদিল্লিঃ রাষ্ট্ৰীয় স্বয়ং সেবক সংঘ(আরএসএস)প্ৰধান মোহন ভাগবত মঙ্গলবার বলেছেন,জাতীয় ইস্যুতে সংঘেরও মতামত রয়েছে তবে সরকারি নীতি এবং তাদের কাজ কর্মে সংঘ হস্তক্ষেপ করবে না। আরএসএস-এর উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্য কা ভারত-অ্যান আরএসএস পার্সপেকটিভ’ শীর্ষ আলোচনাচক্ৰের দ্বিতীয় দিন ভাষণ দিতে গিয়ে ভাগবত বলেন,সংঘ গঠিত হওয়ার সময় থেকেই ভোটের রাজনীতির কাছ ঘেঁষেনি। তবে দেশের স্বার্থে আঘাত আসতে পারে এমন সব ইস্যুতেই মতামত প্ৰকাশ করে এসেছে সংঘ। ‘আমরা রাজনীতিতে অংশ নেই না। এর অর্থ এটা নয় যে আমাদের কোনও মতামতই নেই। জাতীয় রাজনীতির ওপর আমাদের মতামত অবশ্যই রয়েছে। নীতি সম্পর্কে আমরা বরাবরই বলে এসেছি’-বলেন সরসংঘ চালক ভাগবত।

‘সংঘ রাজনীতি থেকে বিরত থাকলেও এর অর্থ এটা দাঁড়ায় না সে অনুপ্ৰবেশ সম্পর্কে আমরা কথা বলবো না। এগুলো জাতীয় ইস্যু এবং গোটা দেশের ওপর এর প্ৰভাব পড়বে। এজাতীয় সব ইস্যুতে সংঘ অবশ্যই নিজেদের মতামত দেবে’-উল্লেখ করেন তিনি। সরকারের কাজকর্মে আরএসএস কলকাঠি নাড়ার যে ধারণা রয়েছে ভাগবত তা একবাক্যে অর্থহীন হলে উড়িয়ে দেন। ‘একাংশ মানুষ প্ৰায়ই এমন ধারণা পোষণ করে থাকেন যে সরকারের নির্দিষ্ট কিছু কাজে ও সিদ্ধান্তের পিছনে নাগপুর আরএসএস সদর দপ্তর-এর হাত রয়েছে। এগুলি একেবারেই ভিত্তিহীন। সরকারে যারা কাজ করছেন তারা সিনিয়র এবং আমাদের চেয়ে রাজনীতিতে অনেক বেশি অভিজ্ঞ’-বলেন ভাগবত।

‘সংঘের কোনও পরামর্শের প্ৰয়োজন নেই তাদের। তারা আমাদের সিদ্ধান্তের ওপর যেমন নির্ভর করে না তেমনি আমরাও তাদের কোনও পরামর্শ দিই না। যদি তারা কোনও পরামর্শ চায় তাহলে তারা তার জন্য প্ৰস্তাব রাখতে পারে এবং আমাদের বলার থাকলে আমরা অবশ্যই সরকারকে বলব। কিন্তু সরকারি নীতিতে আমাদের কোনই প্ৰভাব নেই। তারা আমাদের স্বয়ংসেবক কিন্তু তারা নিজেদের কাজ নিজেরাই করতে সক্ষম’-উল্লেখ করেন সংঘচালক। তিনি বলেন,সংঘের লক্ষ্য হচ্ছে গোটা সমাজকে সংঘবদ্ধ করা।

Next Story
সংবাদ শিরোনাম