সরকারি প্ৰকল্প রূপায়ণে জেলাশাসকদের বাড়তি সময় কাজ করার আহ্বান মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটিঃ সব সরকারি প্ৰকল্পের ফায়দা যাতে নির্ধারিত অঞ্চলের মানুষের কাছে পৌছয় তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল জেলাশাসকদের বাড়তি সময় দিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। গুয়াহাটির অসম প্ৰশাসনিক স্টাফ কলেজে মঙ্গলবার জেলাশাসকদের এক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্ৰী। সোনোয়াল বলেন,‘প্ৰশাসনের সর্বস্তরে যাতে সুশাসন বজায় থাকে তার জন্য জেলাশাসকদের সক্ৰিয় ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে সরকারি প্ৰকল্পগুলি রূপায়ণের প্ৰয়োজনে জেলাশাসকদের বাড়তি সময় দিতে হবে যাতে করে ওই সব স্কিম থেকে সাধারণ মানুষ উপকৃত হন’।
সরকারি প্ৰকল্পগুলির ক্ষিপ্ৰ রূপায়ণে জেলাশাসকদের সঠিক উদ্দেশ্য নিয়ে ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে আন্তরিক আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী। জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন,ভূমিহীন স্থানীয় লোকেদের পাট্টা ইস্যু,আধার কার্ড প্ৰক্ৰিয়া,আয়ুষ্মান ভারত,স্বচ্ছতা অভিযান ইত্যাদি আটটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন সোনোয়াল। তিনি বলেন,আয়ুষ্মান ভারত প্ৰধানমন্ত্ৰী জন আরোগ্য যোজনা(পিএম-জেএওয়াই)আগামি ২৩ সেপ্টেম্বর দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রাজ্যেও উদ্বোধন করা হবে।
পিএমজেএওয়াই যোজনার আওতায় আনা হবে দেশের আর্থিক দিক থেকে বঞ্চিত ১০.৭৪ কোটির বেশি পরিবারকে। সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাও। জনকল্যাণমূলক প্ৰকল্পগুলি রূপায়ণে অর্থের প্ৰয়োজন হলে অর্থ দপ্তরের কাছে প্ৰস্তাব রাখতে তিনি জেলাশাসকদের পরামর্শ দেন। জেলাশাসকদের এজাতীয় প্ৰস্তাব পেলে অর্থদপ্তর সঙ্গে সঙ্গে টাকা রিলিজ করবে বলে উল্লেখ করেন শর্মা।