গুয়াহাটিঃ সরুপথারে বিষ মদে ৭ জনের মৃত্যুর ঘটনায় একজন সহকারী আবগারি ইন্সপেক্টর সহ ৬ আবগারি কর্মীকে সাসপেন্ড করা ছাড়াও তাদের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। আবগারি কমিশনার রাকেশ কুমার জানান,কর্তব্যে অবহেলার অভিযোগে ধনশিরির এসডিও ওই ৬ আবগারি কর্মীর বিরুদ্ধে এফআইআর দাখিল করেন।
Begin typing your search above and press return to search.