Begin typing your search above and press return to search.

সামঞ্জস্যহীন সম্পত্তি নিয়ে রবার্ট ভদ্ৰাকে জেরা ইডি-র

সামঞ্জস্যহীন সম্পত্তি নিয়ে রবার্ট ভদ্ৰাকে জেরা ইডি-র

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 Feb 2019 12:57 PM GMT

নয়াদিল্লিঃ সামঞ্জস্যহীন সম্পত্তি মামলায় বুধবার কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীর জামাইবাবু তথা প্ৰিয়ংকা ভদ্ৰা গান্ধীর স্বামী রবার্ট ভদ্ৰাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)ছয় ঘন্টারও বেশি সময় জেরা করে। আর্থিক নয়ছয় সংক্ৰান্ত মামলায় জড়িত অভিযোগে রবার্টকে এদিন জেরার জন্য ডেকেছিল ইডি। ভদ্ৰা এদিন বিকেল ৩-৪৫ নাগাদ মধ্য দিল্লির জামনগর হাউসে ইডি-র কার্যালয়ে হাজিরা দিতে উপস্থিত হন। স্ত্ৰী প্ৰিয়ংকা ভদ্ৰা গান্ধী তাঁকে ইডি-র কার্যালয় অবধি পৌঁছে দিয়ে যান। পক্ষকাল আগে কংগ্ৰেস সভাপতি তথা দাদা রাহুল গান্ধী প্ৰিয়ংকাকে কংগ্ৰেসের সাধারণ সম্পাদক পদে নি্যুক্তি দিয়েছেন। স্বামী ভদ্ৰাকে ইডি-র কার্যালয়ে পৌঁছে দিয়ে প্ৰিয়ংকা দলীয় কার্যালয়ে চলে যান।

এদিন ইডি-র তিনজন কর্তা রবার্টকে ছঘন্টা জেরা করেন। ইডি-র কর্মকর্তারা লন্ডনের বাড়ির মালিকানা সম্পর্কেও জেরা করেন তাঁকে। তবে ভদ্ৰা এব্যাপারে তাঁর কিছুই জানা নেই বলে ইডিকে জানান। বিদেশের মাটিতে বহু টাকার সম্পত্তি মামলায়ই ইডি ভদ্ৰাকে সমন জারি করেছিল। রাত প্ৰায় দশটা নাগাদ ইডি-র জেরার কবল থেকে ছাড়া পান রবার্ট ভদ্ৰা।

Next Story
সংবাদ শিরোনাম