সারদা কাণ্ডে হিমন্তের জড়িত থাকার অভিযোগে বিধানসভা উত্তপ্ত,ওয়াকআউট কংগ্ৰেসের

গুয়াহাটিঃ সারদা চিটফান্ড কেলেংকারি নিয়ে সোমবার ফের সরগরম হলো রাজ্য বিধানসভা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি সারদা কাণ্ডে অসমের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা জড়িত বলে রবিবার প্ৰকাশ্যে অভি্যোগ করার পর সোমবার বিরোধী দল কংগ্ৰেস এই ইস্যুতে বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। প্ৰশ্নোত্তর পর্বের পর পয়েণ্ট অফ অর্ডারে কংগ্ৰেসের তরফ থেকে এদিন বিধানসভায় এই প্ৰসঙ্গটি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাওয়া হয়। কিন্তু অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী সভায় এই প্ৰসঙ্গটি উত্থাপনের কোনও সু্ংযোগ তাদের দেননি। ফলে কংগ্ৰেসিরা বিধানসভায় ওয়াকআউট করেন। তিন কংগ্ৰেস বিধায়ক প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ.প্ৰাক্তন মন্ত্ৰী রকিবুল হুসেন ও বিধায়ক রূপজ্যোতি কুর্মি পরে বিধানসভা চত্বরে সাংবাদিকদের একথা জানান।
কুর্মি বলেন,সারদা কাণ্ডে মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার জড়িত থাকার অভি্যোগ সংক্ৰান্ত খবরটি সোমবার রাজ্যের বিভিন্ন সংবাদপত্ৰ ও টিভি চ্যানেলের শিরোনাম দখল করে। ‘হিমন্তের বিরুদ্ধে ওই অভি্যোগটি আবার কেন উঠলো। আমরা ইস্যুটি সদনে উত্থাপন করতে চেয়েছিলেম অভিযোগ সম্পর্কে সরকারের কাছ থেকে স্পষ্টীকরণ চাইতে। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাই আমরা সদনে ওয়াকআউট করতে বাধ্য হই’-বলেন কুর্মি।
প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ বলেন,কলকাতার সারদা চিটফান্ড কেলেংকারিতে জড়িত অভি্যোগে সিবিআই যে অনেক আগেই হিমন্তকে জেরা করেছিল তা সবারই জানা। সারদা কাণ্ড ইস্যুতে সিবিআই-এর আধিকারিকদের একটি দল রবিবার পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে তাঁর কলকাতা স্থিত লাউডন স্ট্ৰিটের বাড়িতে চড়াও হলে রাজ্যে পুলিশ দলটিকে বাগড়া দেয়। কমিশনারের বাড়িতে সিবিআই আধিকারিকদের ঢুকতে দেওয়া দূরের কথা উল্টে তাদের বলে আগাম অনুমতি ছাড়া পুলিশ কমিশনারের বাড়িতে ঢোকা যাবে না। ওই সময় দুপক্ষে তুমুল কথা কাটাকাটি ও ধস্তাধস্তি লেগে যায়।
কলকাতা পুলিশ সিবিআই আধিকারিকদের গাড়িতে তুলে শেক্সপিয়ের সরণি থানায় নিয়ে গিয়ে কিছুক্ষণ আটকে রাখে। ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি রাতারাতি ছুটে যান পুলিশ কমিশনারের বাড়িতে। মমতা বলেন,কোনও সমন জারি না করে এভাবে পুলিশ কমিশনারকে জেরা করা যায় না। এই ঘটনাকে সাংবিধানিক সংকট বলে অভিহিত করেন মমতা। এর প্ৰতিবাদে তিনি কলকাতা মেট্ৰো চ্যানেলের সামনে ধরনায় বসেন। ওই সময়ই মমতা সারদা কাণ্ডে অসমের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ও বিজেপি নেতা মুকুল রায় জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন। সিবিআই কেন শর্মার বিরুদ্ধে তদন্ত করছে না-এমন প্ৰশ্নও তোলেন মমতা।
এদিন বিধানসভার বাইরে বেরিয়ে রাজ্য কংগ্ৰেসের সদস্যরা বলেন,‘সারদা কাণ্ডে হিমন্তের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গেল কেন,আমরা সরকারের কাছে এর উত্তর জানতে চেয়েছি’। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ বলেন,সারদা কাণ্ডে অভিযুক্ত হিমন্তকে অনেক আগেই সিবিআই জেরা করেছিল। সিবিআই কার্যালয়ে তাঁকে বেশ কবার তলবও করা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে হিমন্ত বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে সব অভিযোগ থমকে যায়।