এক ব্যতিক্ৰমী সাধু। নাম গোল্ডেন বাবা(গুরু)। অন্যান্য সাধু সন্তদের থেকে সম্পূর্ণ আলাদা তাঁর চালচলন। সাধু-সন্তরা গেরুয়া বসন পরিধান করেন। কেউ আবার মুখে এবং শরীরে ছাইভষ্ম মাখেন। বিলাসিতার বালাই নেই। নির্বিকার জীবন কাটাতেই অভ্যস্ত প্ৰকৃত সন্ন্যাসীরা। ইস্টদেবের নাম,যাগযজ্ঞ নিয়েই তাঁদের জীবন।
গেরুয়া বসন অবশ্য গায়ে জড়িয়েছেন গোল্ডেন বাবা।কপালেও রয়েছে বিভূতি। চালচলন যথেষ্ট রাসভারি। ৫৮ বছর বয়সী সুদর্শন এই সাধুর সোনায় প্ৰবল আসক্তি। কাড়ি কাড়ি সোনার গয়না গলায় জড়িয়ে বিলাসিতার মধ্যে জীবন কাটাতে অভ্যস্ত। ২১টির বেশি বিলাসী গাড়ি রয়েছে তাঁর। সম্প্ৰতি গোল্ডেন বাবা দুশো কিলোমিটার কানোয়ার যাত্ৰায় অংশ নিয়েছেন। গত ২৫ বছর ধরে এই যাত্ৰায় অংশ নিয়ে আসছেন তিনি।
তাঁর গলায় জড়ানো আছে ২৫টি ভারি সোনার চেন। প্ৰতিটি চেনের ওজন ৫০০ গ্ৰামের কম নয়। বর্তমানে এই সোনার বাজার দর ৬ কোটি টাকা।
বাবা সম্প্ৰতি ঘোষণা করেছেন মৃত্যুর আগে সোনাগুলি তিনি প্ৰিয় শিষ্যকে দিয়ে যাবেন,অন্যান্য শিষ্যদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। তাই স্বাভাবিকভাবেই বাবার চারপাশে ভ্ৰমরের মতো শিষ্যদের ভিড় লেগেই থাকে। বাবার হাতের রোলেক্স ঘড়ির দাম ২৭ লক্ষ টাকা। গেরুয়া বসনধারী হলেও অন্যান্য সাধু-সন্তের সঙ্গে তাঁর ভাবনার বিস্তর ফারাক। সোনাই তাঁর ভালবাসা,সোনাই ধর্ম,সোনাই জীবনের পাথেয়।