গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তাদের দুপুরের আহারের প্ৰতি আকৃষ্ট না হওয়ার অনেক কারণ রয়েছে। কেন্দ্ৰীয় মানব সম্পদ মন্ত্ৰকের জয়েন্ট সেক্ৰেটারি ভি শশাঙ্ক শেখর সম্প্ৰতি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যসচিবদের উদ্দেশে লেখা এক চিঠিতে পরামর্শ দিয়েছেন তারা যেন দুপুরের আহারের সঙ্গে ছাত্ৰদের দুধ,দুগ্ধ জাতীয় খাবার ও মধু দেওয়ার ব্যবস্থা করেন। কর্নাটক,মধ্যপ্ৰদেশ.হরিয়ানা,পডুচেরি ও গুজরাটের স্কুলগুলিতে স্কুল পড়ুয়ারদের জন্য ইতিমধ্যেই দুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্ৰীয় সরকার চাইছে,সব রাজ্য ও কেন্দ্ৰ শাসিত অঞ্চলের স্কুলগুলিতে মধ্যাহ্ন আহারের সঙ্গে দুধ দেওয়ার ব্যবস্থা করা হোক। ‘দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার ছাত্ৰদের শরীরে প্ৰোটিণ জোগাবে এবং মধুতে রয়েছে চিনি এবং ভিটামিন এ’। এই খাবারগুলো যথাযথভাবে সরবরাহ করা হলে ছাত্ৰরা স্বাস্থ্যের ক্ষেত্ৰে উপকৃত হবে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের একজন পেডিয়াট্ৰিক বলেন একথা।
স্কুল পড়ুয়াদের দুধ ও মধু দিতে উ.পুবের রাজ্যগুলিকে কেন্দ্ৰের নির্দেশ

Next Story