Begin typing your search above and press return to search.

হাইলাকান্দিতে জাতীয় প্ৰেস দিবস পালন

হাইলাকান্দিতে জাতীয় প্ৰেস দিবস পালন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Nov 2018 10:41 AM GMT

হাইলাকান্দিঃ হাইলাকান্দি জেলায় শুক্ৰবার এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় প্ৰেস দিবস পালন করা হয়। হাইলাকান্দি প্ৰেস ক্লাবের সহযোগিতার তাদের কার্যালয়ে জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে আয়োজিত ওই অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে জেলাশাসক আদিল খান বলেন,ডিজিটাল-এর যুগে প্ৰচার মাধ্যমের সত্য ও জ্ঞানের ভিত্তিতে ভারসাম্য বজায় রেখে সংবাদ পরিবেশন করা উচিত। খান বলেন,ডিজিটালের যুগে যে চ্যালেঞ্জ সামনে এসেছে তা অতিক্ৰম করা অসম্ভব নয় যদি ভারসাম্য বজায় রেখে সত্যনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা যায়। ‘সাংবাদিকতার মূল্যবোধ ও ডিজিটাল যুগে দেখা দেওয়া চ্যালেঞ্জ অতিক্ৰম করা তখনই সম্ভব হবে যদি যেকোনও বিষয়ের সঠিক তথ্য যথাযথভাবে পাঠক,দর্শক,শ্ৰোতাদের সম্মুখে তোলা যায়’-বলেন তিনি।

জেলাশাসক আরও বলেন,সংবাদপত্ৰ গণতন্ত্ৰের চতুর্থ স্তম্ভ। সেইহেতু সাংবাদিকদেরও সমাজের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ‘সমাজের বুকে যে সব অশুভ প্ৰভাব রয়েছে সেগুলি সমাধান করা যেতে পারে শক্তিশালী লেখনী এবং প্ৰচার মাধ্যমের বলিষ্ঠ পদক্ষেপের দৌলতে’। খান বলেন,সাংবাদিকদের সবার আগে আত্ম বিশ্লেষণ করতে হবে এবং ভাবতে হবে সমাজের হিত সাধনে তারা কী করতে পারেন। স্বচ্ছতা,নিরপেক্ষতা এবং সত্যের আদর্শে অনুপ্ৰাণিত হতে হবে সাংবাদিকদের-বলেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম