হাইলাকান্দিঃ পিএইচই মন্ত্ৰী রিহন দৈমারি বৃহস্পতিবার হাইলাকান্দি জেলায় ১৯.৬৭ কোটি টাকারও বেশি রূপাছেড়া মাল্টি ভিলেজ পাইপড ওয়াটার সাপ্লাই প্ৰকল্পটি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে দৈমারি বলেন,এই স্কিমের মাধ্যমে ৭টি চা বাগান ও আশপাশের মানুষ বিশুদ্ধ পানীয়জল পাবেন।
Begin typing your search above and press return to search.