Begin typing your search above and press return to search.
হাইলাকান্দিতে ১৫০০ বোতল মদ ধ্বংস করলেন পরিমল শুক্লবৈদ্য

হাইলাকান্দিঃ রাজ্যের আবগারি মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য বাজেয়াপ্ত করা ১৫০০-র বেশি দেশে তৈরি করা বিদেশি মদের বোতল মঙ্গলবার হাইলাকান্দি বাস টার্মিনাসের কাছে নষ্ট করে ফেলেন। বাজেয়াপ্ত এই মদের আনুমানিক মূল্য প্ৰায় ২ লক্ষ টাকা। মদের বিরুদ্ধে বেশকদিন ধরে অভিযান চালাচ্ছেন তিনি। শুক্লবৈদ্য সতর্ক করে দিয়ে বলেন,আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করা হবে।
আবগারি বিভাগের কর্মীরা জেলার বিভিন্ন স্থান থেকে এই অবৈধ মদগুলি বাজেয়াপ্ত করেছিল। এরআগে গত ১০ আগস্ট মন্ত্ৰী শুক্লবৈদ্য গুয়াহাটির শহরতলি এলাকা গড়চুকে ৬ লক্ষের বেশি মদের বোতল এবং পাত্ৰ রোড রোলার চালিয়ে ধ্বংস করেছিলেন। এগুলোর মূল্য ১৬৮.৫৪ কোটি টাকারও বেশি। গুয়াহাটি গামী ১৪টি ট্ৰাক থেকে এই মদগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল।
Next Story