হাওড়াঘাটঃ কার্বি আংলং জেলার হাওড়াঘাট সৎসঙ্গ বিহার চত্বরে রবিবার শ্ৰী শ্ৰী ঠাকুর অনুকূলচন্দ্ৰের ১৩১তম জন্মবার্ষিকী শ্ৰদ্ধার সঙ্গে পালিত হয় দিনব্যাপী কর্মসূচিতে। এদিন সাতসকালে প্ৰার্থনার মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠান পর্ব। ঠাকুরের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির। বেশকিছু চন্দন গাছ লাগানো হয় এদিন। বিশাল এই কর্মযজ্ঞে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন এসপিআর দিগেশচন্দ্ৰ নাথ,বীরবাহাদুর ছেত্ৰী,সুশীল দেব,শিপ্ৰা আচার্যি প্ৰমুখ। ঠাকুরের গ্ৰন্থ পাঠ,ইস্ট প্ৰসঙ্গ ও সংগীত ইত্যাদি পরিবেশিত হয়। বিকেলে আয়োজন করা হয় মাতৃ সম্মেলনের। সন্ধ্যায় ভক্তরা মিলিত হন প্ৰার্থনা সভায়।
Begin typing your search above and press return to search.