হিজবুলের সঙ্গে সংযোগের অভিযোগে ধৃত ৮ জনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল নিয়া

গুয়াহাটিঃ জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)সন্ত্ৰাসী সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৮ ব্যক্তিকে হোজাই পুলিশের হাত থেকে গ্ৰেপ্তার করেছে। এই সব ব্যক্তিদের নগাঁও জেলে রাখা হয়েছিল। হোজাই পুলিশ এদের নিয়ার হাতে তুলে দেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে এদের নিয়ার বিশেষ আদালতে হাজির করানো হয়। কোর্ট ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
ধৃত ৮ জনের নাম শাহনওয়াজ আলম(৩৯),সাইদুল আলম,উমর ফারুক(৩৫),রিয়াজউদ্দিন(৫০)মহম্মদ জয়নাল আহমেদ(৫৫),মহম্মদ বাহারুল ইসলাম(২৩)সাইফুল ইসলাম ও অভিমণ্যু চৌহান।
সূত্ৰটি বলেছে,অস্ত্ৰ সরবরাহের ব্যাপারে হিজবুলের সঙ্গে রিয়াজউদ্দিনের সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে জঙ্গি সংহঠনের সঙ্গে সম্পর্ক থাকার বেশকিছু সাক্ষ্য প্ৰমাণ রয়েছে পুলিশের হাতে। উত্তর প্ৰদেশ পুলিশের সন্ত্ৰাস বিরোধী স্কোয়াডের(এটিএস)হাতে ধৃত কামারুজ্জামানের ভাই সাইফুল। অসমে জঙ্গি সংগঠনটির নেটওয়র্ক সম্পর্কে বিস্তারিত জানতে আরও তদন্ত চলছে।