Begin typing your search above and press return to search.

‘হিন্দু সন্ত্ৰাসবাদ’ ইস্যুতে কংগ্ৰেসকে বিঁধলেন প্ৰধানমন্ত্ৰী

‘হিন্দু সন্ত্ৰাসবাদ’ ইস্যুতে কংগ্ৰেসকে বিঁধলেন প্ৰধানমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 April 2019 1:26 PM GMT

ওয়ার্ধাঃ নিজেদের ভোট ব্যাংকের রাজনীতি অটুট রাখতে কংগ্ৰেস এখন হিন্দু সন্ত্ৰাসবাদের জিগির তুলছে। শান্তিকামী হিন্দুদের পিঠে সন্ত্ৰাসবাদের তকমা সেঁটে দিচ্ছে তারা। সোমবার মহারাষ্ট্ৰের ওয়ার্ধায় বিজেপি-শিবসেনা জোটের প্ৰচার অভিযান চালাতে গিয়ে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি কংগ্ৰেসের বিরুদ্ধে এই অভিযোগ এনে তোপ দাগেন। ‘আমাদের ৫ হাজার বছরের পুরনো সংস্কৃতিতে এই প্ৰথমবার কংগ্ৰেস-ন্যাশনাল কংগ্ৰেস পার্টি(এনসিপি)শান্তিপ্ৰিয় হিন্দুদের সন্ত্ৰাসবাদী আখ্যা দিয়ে পাপ করেছে। শুধু তাই নয়,সারা বিশ্বের সামনে হিন্দুদের হেয় প্ৰতিপন্ন করতে তাদের এতটুকুও বাঁধেনি। সেই কংগ্ৰেসকে দেশবাসী এবার ছেড়ে দেবেন না’-বলেন মোদি। তিনি বলেন,হিন্দু সন্ত্ৰাসসবাদ বলে কিছু নেই। ২০০৬-এ মালেগাওয়ের ঘটনা এবং সমঝোতা এক্সপ্ৰেসে বিস্ফোরণের নেপথ্যে হিন্দু সন্ত্ৰাসবাদ তত্ব উত্থাপন করেছিলেন প্ৰাক্তন কংগ্ৰেসি মন্ত্ৰী সুশীল কুমার সিন্ধে। কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী ও অন্যান্য একাংশ দলীয় নেতা তার এই বিতর্কিত মন্তব্যটি সমর্থন করেছিলেন। তবে উপযুক্ত প্ৰমাণের অভাবে সমঝোতা এক্সপ্ৰেসে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের সম্প্ৰতি বেকসুর বলে মুক্তি দিয়েছে আদালত। এরপর থেকেই কংগ্ৰেসের এই হিন্দু সন্ত্ৰসবাদ তত্ব নিয়ে বিজেপি ওই দলের ওপর আক্ৰমণ শানিয়ে যাচ্ছে।

পাকিস্তানের মাটিতে ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্ৰাইক নিয়েও সন্দেহ ব্যক্ত করে কংগ্ৰেস ও এনসিপি পরোক্ষে পাকিস্তানকেই সমর্থন করেছে বলে উল্লেখ করেন মোদি। ‘পুলওয়ামায় সন্ত্ৰাসী আক্ৰমণ এবং এর পাল্টা শোধ তুলতে বালাকোটে বায়ু সেনার এয়ার স্ট্ৰাইক নিয়ে প্ৰশ্ন তুলে বিরোধী জোটটি প্ৰকৃতপক্ষে ভারতীয় সেনার শৌর্য ও বীরত্বে আঘাত হেনেছে। দেশের বীর সেনাদের এই মহান আত্মত্যাগকে খাটো করে দেখা কিছুতেই মেনে নেওয়া যায় না’। সেনাবাহিনীকে খাটো করার শিক্ষা কংগ্ৰেস ও তাদের সহযোগীরা অবশ্যই পাবে-বলেন মোদি।

কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীর এবার দুটি কেন্দ্ৰ থেকে লড়ার সিদ্ধান্ত নিয়ে এদিন খোঁচা দিয়ে মোদি বলেন,কংগ্ৰেস দেশের কোটি কোটি হিন্দুকে অপমান করেছে। তাই দেশের মানুষ এবার তাদের সমুচিত শিক্ষা দেবেন।

বিজেপি সভাপতি অমিত শাহ এদিন ওড়িশায় এক নির্বাচনী সমাবেশে বলেন,সমঝোতা এক্সপ্ৰেসে বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের আদালত বেকসুর খালাস করে দিয়েছে। কিন্তু তার পরও হিন্দু সন্ত্ৰাসবাদের তত্ত্ব তুলে রাহুল ও তাঁর ব্ৰিগেড পুরো হিন্দু সম্প্ৰদায়কে অপমান করেছেন। জনগণই ওই অপমানের জবাব দেবেন কংগ্ৰেসকে- চড়াসুরে বলেন অমিত।

Next Story
সংবাদ শিরোনাম