Begin typing your search above and press return to search.

হিমন্তকে ভগবানও বিশ্বাস করেনাঃ তরুন গগৈ

হিমন্তকে ভগবানও বিশ্বাস করেনাঃ তরুন গগৈ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  15 Dec 2018 10:57 AM GMT

অসমে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-র জয় হলেও,এই জয়কে সহজভাবে মেনে নিতে পারছেন না প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ। এর পরিবর্তে তিনি পঞ্চায়েত ভোট থেকেই গেরুয়া শিবিরে ভাঙন ধরার ইঙ্গিত পাচ্ছেন। শনিবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন ডেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিজের প্ৰতিক্ৰীয়া ব্যক্ত করে গগৈ সাফ বলেন,পঞ্চায়েত নির্বাচন থেকেই বিজেপি ভাঙন শুরু হয়েছে। বলেন,২০২১ সালের অসম বিধান সভআ নির্বাচনে কংগ্ৰেসই জয়ী হবেন। এই নিয়ে কোনও সন্দেহ নেই বলে দাবি করেন দূরদর্শী ওই রাজনৈতিক নেতা। তাঁর কথায় ছত্তিশগড়,মধ্যপ্ৰদেশে কংগ্ৰেস ক্ষমতায় ফিরল। মোদী ম্যাজিক কোনও কাজেই লাগলো না।

কংগ্ৰেসকে ভারত থেকে কেও সড়াতে পারবে না। বরং এরপরিবর্তে গগৈ বলেন,কংগ্ৰেস মুক্ত ভারত বিজেপি-র একটি কল্পনা। নীতি ও আদর্শহীন রাজনীতি কোনওদিন স্থায়্ৰী হতে পারবে না। সরকার চালানোর দক্ষতা নেই বিজেপি-র। পাশাপাশি একসময়ের ব্লু আই বয় হিসেবে পরিচিত এবং বর্তমানের অর্থ,স্বাস্থ্য,পূর্তমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে এদিন ফের বেশ আক্ৰমনাত্মক দেখা গেল তরুন গগৈকে। তিনি বলেন,২০২১ সালে হিমন্ত নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করবেই। যতই হিমন্ত বলুন না কেন? তাঁর কথার কোনও গুরুত্ব নেই। বলেন,হিমন্তকে ভগবানও বিশ্বাস করে না। আর সাধারণ মানুষতো দুরর কথা। তবে সেই সংগে তিনি এও বলেন,আমার স্বাস্থ্য যদি ভালে থেকে ভোটে দাঁড়াবো। অন্যদিকে এআইইউডিএফ সুপ্ৰিমো মওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরব হয়ে গগৈ বলেন,আজমল বেছে থাকলে বিজেপি থাকবেই। কেন না পরক্ষভাবে বিজেপিকে সাহায্য করছে বদরুদ্দিন আজমল।

Next Story
সংবাদ শিরোনাম