Begin typing your search above and press return to search.

হিমাচল প্ৰদেশে বৃষ্টিতে ৫ জনের মৃত্যু,হাইওয়েতে আটকে শতাধিক মানুষ

হিমাচল প্ৰদেশে বৃষ্টিতে ৫ জনের মৃত্যু,হাইওয়েতে আটকে শতাধিক মানুষ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 Aug 2018 6:43 PM GMT

আকাশ ভাঙা ধারা বৃষ্টিতে হিমাচল প্ৰদেশে ৫ জন মারা গেছেন। প্ৰবল বৃষ্টিতে ধস নামায় হাইওয়েতে আটকে পড়েছেন শতাধিক মানুষ। মান্ডি জেলায় ধসে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়। সোলান জেলার পারওয়ানুর কাছে কৌশাল্য নদীতে ভেসে গেছে একটি কিশোর। প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী সোলান জেলার কানদাগহাটের চাকলা গ্ৰামে ধসে চাপা পড়েন ৫ জন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলছে। সারা রাতের অবিশ্ৰান্ত বৃষ্টিতে রাজ্যের প্ৰত্যন্ত অঞ্চলগুলিতে সড়ক বন্ধ হয়ে পড়েছে। আটকা পড়েছেন অনেক পর্যটক ও স্থানীয় মানুষ।

Next Story