Begin typing your search above and press return to search.
হিমার এখন প্ৰয়োজন আর্থিক সমর্থনেরঃ বিজেন্দর

কলকাতাঃ আন্তর্জাতিক মঞ্চে সোনা জয়ী অসমের সোনার মেয়ে হিমা দাসের পক্ষে সওয়াল করলেন ভারতের তারকা বক্সার বিজেন্দর সিং। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জয়ী ভারতের প্ৰথম অ্যাথলিট হিমার এখন প্ৰয়োজন আর্থিক সাহায্যের। মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন ঠিকই তবে তাঁকে অলিম্পিকে সোনা জেতার জন্য প্ৰয়োজন আর্থিক সাহায্যের। কারণ,হিমা কৃষকের ঘর থেকে উঠে আসা গরিব ঘরের মেয়ে। দেশে এমনও লোক আছেন যারা আর্থিক সাহায্যের ডালি নিয়ে হিমার পাশে অনায়াসে দাঁড়াতে পারেন-বলেন বিজেন্দর।
Next Story