Begin typing your search above and press return to search.

১৫নং রাষ্ট্ৰীয় সড়ক মেরামতের দাবিতে আসুর গহপুর শাখার অবস্থান ধর্মঘট

১৫নং রাষ্ট্ৰীয় সড়ক মেরামতের দাবিতে আসুর গহপুর শাখার অবস্থান ধর্মঘট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 April 2019 12:10 PM GMT

বিশ্বনাথ চারিআলিঃ সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)গহপুর শাখা ১৫নং রাষ্ট্ৰীয় সড়কের শোচনীয় অবস্থার প্ৰতিবাদে শুক্ৰবার এখানে সরকারি বাস স্টেশনের সামনে দুঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে। ওই রাষ্ট্ৰীয় সড়কটি গহপুর শহর থেকে বিশ্বনাথ জেলার বুরই সেতু হয়ে এগিয়ে গেছে।

পরে ধর্মঘটী-আসু সদস্যরা গহপুরের এসডিও(সিভিল)-এর মাধ্যমে ভারত সরকারের অধীনস্থ রাষ্ট্ৰীয় হাইওয়ে কর্তৃপক্ষের উদ্দেশে একটি স্মারকপত্ৰ দাখিল করে। তারা রাষ্ট্ৰীয় সড়কটি অবিলম্বে মেরামত করার জন্য হাইওয়ে কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছে ওই স্মারকপত্ৰে। সড়কটির শোচনীয় অবস্থার কথা উল্লেখ করে স্মারকপত্ৰে উল্লেখ করা হয়েছে যে,সড়কের এই দুরবস্থার জন্য অঞ্চলটির জনগণকে দুর্বিষহ যাতনা ভোগ করতে হচ্ছে। আসুর গহপুর শাখা হুমকি দিয়েছে আগামি ৫ মে-র মধ্যে সড়ক মেরামত করা না হলে তারা ১৫ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে।

Next Story
সংবাদ শিরোনাম