গুয়াহাটিঃ অসমের মুখ্যসচিব টিওয়াই দাস শুক্ৰবার এক নির্দেশ জারি করে বলেছেন,৩০ জুলাই জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)প্ৰস্তাবিত খসড়া প্ৰকাশ এবং আসন্ন স্বাধীনতা দিবসের প্ৰতি লক্ষ্য রেখে আইএএস,এসিএস,আইপিএস,এপিএস,এএলআরএস,সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশের অন্যান্য পদাধিকারী,অন্যান্য আধিকারিক এবং জেলা প্ৰতিষ্ঠান সমূহের স্টাফ ও পুলিশ সুপার কার্যালয়ের কর্মীদের ছুটি ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
Begin typing your search above and press return to search.