১৯৩ কোটি টাকা ঢেলেও গুয়াহাটির কৃত্ৰিম বন্যা সমস্যার সমাধান হয়নি

গুয়াহাটিঃ ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ এই চারটি আর্থিক বছরে গুয়াহাটির কৃত্ৰিম বন্যা ঠেকাতে ১৯৩ কোটিরও বেশি টাকা ব্যয় করা হয়েছে যদিও সমস্যা সমাধানের কোনও লক্ষণ আজও দেখা যায়নি। এই একই উদ্দেশ্যে ২০১৮-১৯ বর্ষে ১৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃত্ৰিম বন্যা প্ৰতিরোধে গুয়াহাটি উন্নয়ন বিভাগ(জিডিডি)চারটি সংস্থা ও বিভাগকে কাজ লাগিয়েছে। বিভাগগুলি হলো জিএমসি,ডিএমডিএ,পিডব্লিউডি(রোড)এবং জল সম্পদ(কারিগরি)।এজাতীয় স্কিমের জন্য বিভাগগুলি জিডিডি-র মাধ্যমে তহবিল পাবে। জিডিডি আধিকারিকের মতে,গুয়াহাটির কৃত্ৰিম বন্যা সমস্যার সমাধানে বিভাগ ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ আর্থিক বছরে ১৯৩০৫.৮৮ লক্ষ টাকা ব্যয় করেছে। ১৪-১৫ সালে খরচ হয়েছে ২০৮৮.৩০ লক্ষ টাকা,৪২২৪.৩০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে ২০১৫-১৬ সালে,২০১৬-১৭ সালে খরচ হয়েছে ৮২৫৬.৩২ লক্ষ টাকা এবং ১৭-১৮ সালে খরচ হয়েছে ৪৭৩৬.৯৬ লক্ষ টাকা। পূর্ত বিভাগ(রোড)ব্যয় করেছে ৪৬০৭.১২ লক্ষ টাকা,জলসম্পদ(কারিগরি)বিভাগ খরচ করেছে ১৯৬৫.১৬ লক্ষ,ডিএমডিএ ব্যয় করেছে ৬৭১০.৬৬ লক্ষ ও জিএমসি ৬০২২.৯৪ লক্ষ টাকা ব্যয় করেছে গত চারটি আর্থিক বছরে।
ভরলু,মরাভরলু,বাহিনী,বশিষ্ঠ ও বোন্দাজান ইত্যাদি নদী খনন ও নালা নর্দমা,শিলসাকো বিল,পামোহি,বরচলা ইত্যাদি খনন ও পরিষ্কার করতে এই পরিমাণ টাকা ঢালা হয়েছে। নিম্নাঞ্চল গুলিতে জল পাম্পের সাহায্য বের করতেও অর্থ ব্যয় করেছে সরকার। কিন্তু মহানগরীর কৃত্ৰিম বন্যা এখনও সমাধানের অপেক্ষায়।