Begin typing your search above and press return to search.

১৯৩ কোটি টাকা ঢেলেও গুয়াহাটির কৃত্ৰিম বন্যা সমস্যার সমাধান হয়নি

১৯৩ কোটি টাকা ঢেলেও গুয়াহাটির কৃত্ৰিম বন্যা সমস্যার সমাধান হয়নি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  15 Oct 2018 10:49 AM GMT

গুয়াহাটিঃ ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ এই চারটি আর্থিক বছরে গুয়াহাটির কৃত্ৰিম বন্যা ঠেকাতে ১৯৩ কোটিরও বেশি টাকা ব্যয় করা হয়েছে যদিও সমস্যা সমাধানের কোনও লক্ষণ আজও দেখা যায়নি। এই একই উদ্দেশ্যে ২০১৮-১৯ বর্ষে ১৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃত্ৰিম বন্যা প্ৰতিরোধে গুয়াহাটি উন্নয়ন বিভাগ(জিডিডি)চারটি সংস্থা ও বিভাগকে কাজ লাগিয়েছে। বিভাগগুলি হলো জিএমসি,ডিএমডিএ,পিডব্লিউডি(রোড)এবং জল সম্পদ(কারিগরি)।এজাতীয় স্কিমের জন্য বিভাগগুলি জিডিডি-র মাধ্যমে তহবিল পাবে। জিডিডি আধিকারিকের মতে,গুয়াহাটির কৃত্ৰিম বন্যা সমস্যার সমাধানে বিভাগ ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ আর্থিক বছরে ১৯৩০৫.৮৮ লক্ষ টাকা ব্যয় করেছে। ১৪-১৫ সালে খরচ হয়েছে ২০৮৮.৩০ লক্ষ টাকা,৪২২৪.৩০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে ২০১৫-১৬ সালে,২০১৬-১৭ সালে খরচ হয়েছে ৮২৫৬.৩২ লক্ষ টাকা এবং ১৭-১৮ সালে খরচ হয়েছে ৪৭৩৬.৯৬ লক্ষ টাকা। পূর্ত বিভাগ(রোড)ব্যয় করেছে ৪৬০৭.১২ লক্ষ টাকা,জলসম্পদ(কারিগরি)বিভাগ খরচ করেছে ১৯৬৫.১৬ লক্ষ,ডিএমডিএ ব্যয় করেছে ৬৭১০.৬৬ লক্ষ ও জিএমসি ৬০২২.৯৪ লক্ষ টাকা ব্যয় করেছে গত চারটি আর্থিক বছরে।

ভরলু,মরাভরলু,বাহিনী,বশিষ্ঠ ও বোন্দাজান ইত্যাদি নদী খনন ও নালা নর্দমা,শিলসাকো বিল,পামোহি,বরচলা ইত্যাদি খনন ও পরিষ্কার করতে এই পরিমাণ টাকা ঢালা হয়েছে। নিম্নাঞ্চল গুলিতে জল পাম্পের সাহায্য বের করতেও অর্থ ব্যয় করেছে সরকার। কিন্তু মহানগরীর কৃত্ৰিম বন্যা এখনও সমাধানের অপেক্ষায়।

Next Story
সংবাদ শিরোনাম