১৯-এর লোকসভা নির্বাচনের জন্য প্ৰস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন বিভাগ

গুয়াহাটিঃ ভারতের নির্বাচন কমিশন(ইসিআই)আগামি বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য তৎপরতা শুরু করেছে। অসমে লোকসভা নির্বাচনের জন্য ইসি নতুন ইলেকট্ৰনিক ভোটিং মেশিন(ইভিএম)পাঠানোর গুরুত্বপূর্ণ কাজ শুরু করে দিয়েছে। দেশে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২০১৯-এর এপ্ৰিল-মে মাসের মধ্যে। নির্বাচনী বিধি অনু্যায়ী মডেল কোড অফ কনডাক্ট আগামি বছর মার্চের প্ৰথম সপ্তাহেই বলবত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনু্যায়ী রাজ্য নির্বাচন বিভাগ ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য প্ৰস্তুতির কাজ শুরু করে দিয়েছে। কমিশনের নির্দেশিকা নির্বাচনের জন্য প্ৰস্তুতির কাজ শুরু করে দিয়েছে।
নির্বাচন কমিশন এপর্যন্ত যে সব নতুন ইভিএম মেশিন পাঠিয়েছে সেগুলি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে। কমিশনের নির্দেশের প্ৰেক্ষিতে ইভিএমগুলি সরবরাহ করেছে ইলেকট্ৰনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড(ইসিআইএল)। প্ৰতিটি ইভিএমে থাকছে একটি কন্ট্ৰোল ইউনিট এবং একটি ব্যালট ইউনিট। বর্তমানে ব্যালট ইউনিট(যেখানে ভোটাররা বটবে চাপ দেন)এবং কন্ট্ৰোল ইউনিট(কাকে ভোট দিয়েছেন তার রেকর্ড হবে)এসে গেছে। তবে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্ৰেল(ভিভিপিএটিএস)শীঘ্ৰই পৌঁছবে। রাজ্যে ৮৭৬টি নতুন ভোট কেন্দ্ৰ হচ্ছে। এই নিয়ে এবার রাজ্যে ভোট কেন্দ্ৰের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৮,১৪৩টি। ইসিআইএল-এর ইঞ্জিনিয়ারদের একটি দল এমাসেই অসমে আসছেন রাজনৈতিক দলগুলির উপস্থিতিতে ইভিএমগুলির প্ৰাথমিক পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার কাজ সারতে।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার এমএল সুরেথা সেন্টিনেলকে বলেন,অধিকাংশ ইভিএম রাজ্যে এসে গেছে। কমিশন শীঘ্ৰই বাকি ইভিএমগুলি পাঠাচ্ছে। ভিভিপিএটিএসগুলি আগামি মাসের মধ্যে এসে যাবে। ১৯-এর নির্বাচনে রাজ্যের সব ভোটকেন্দ্ৰগুলি ভিভিপিএটিএস-এর আওতায় আনা হবে।