ঝাড়খণ্ডঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং বলেন,২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বের তিনটি সর্বশক্তিমান দেশের মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়। রাশিয়া,চিন এবং আমেরিকার মধ্যে যেকোনও একটি দেশের স্থানে উঠে আসবে ভারত।
ঝাড়খণ্ডের ছাত্ৰায় এক নির্বাচনী সমাবেশে অংশগ্ৰহণ করে রাজনাথ এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি বলেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন সরকারের অধীনে দেশের যথেষ্ট অর্থনৈতিক উন্নতি হয়েছে। তিনি বলেন,২০১৪ সালে আর্থনৈতিক ক্ষেত্ৰে আমরা দশটি দেশের মধ্যে নবম স্থানে ছিলাম। মোদি সরকারের চার বছর শাসনের পর ২০১৮ সালে আমরা ষষ্ঠস্থানে পৌঁছতে সক্ষম হয়েছি-বলেন রাজনাথ। আগামি কয়েক মাসের মধ্যেই অর্থনৈতিক ক্ষেত্ৰে ভারত পঞ্চম স্থানে উঠে আসবে। প্ৰধানমন্ত্ৰী দেশের মানুষের কল্যাণে প্ৰচুর খাটাখাটনি করছেন।
তিনি বলেন,একটা সময় দেশের ১২৬টি জেলায় নকশালদের আধিপত্য ছিল। কিন্তু এখন ৭-৮টি জেলায় তাদের দৌরাত্ম্য বহাল আছে। তবে কয়েক বছরের মধ্যেই দেশ নকশাল মুক্ত হবে বলে তিনি আশা করছেন।
ঝাড়খন্ডে আগামি ২৯ এপ্ৰিল এবং ৬,১২ ও ১৯ মে চার পর্যায়ে লোকসভার নির্বাচন হচ্ছে।