বলিউডে শুরু হয়ে গিয়েছে কানাকানি- মনমোহন সিংয়ের বায়োপিক দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার-এর ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে বলে সাত তাড়াতাড়ি পরিচালক ওমং কুমার তাঁর নরেন্দ্র মোদীর বায়োপিকের ফার্স্ট লুক মুক্ত করায় বাধ্য হলেন। সে যাই হোক না কেন, সম্প্রতি মুম্বইতে ২৩টি ভারতীয় ভাষায় মুক্তি পেয়েছে এই বায়েপিকের পোস্টার।
উদ্বোধন করেছেন মুম্বইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। দেখা যাচ্ছে পোস্টারে- ছবির নাম রাখা হয়েছে পিএম নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছে এক জবর ট্যাগলাইন- দেশভক্তিই আমার শক্তি। ও দিকে, এই শক্তিমানটিকে ফড়নবিশ তাঁর টুইট মারফত ঘোষণা করেছেন রাজযোগী বলে। সব মিলিয়ে বেশ ধুন্ধুমার কাণ্ড।
খবর মোতাবেকে, ছবির শুটিংও এ বার শুরু হল বলে। মুখ্যত গুজরাট, দিল্লি, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড মিলিয়ে শুটিং হবে ছবির। কিন্তু সেই ছবিতে নামভূমিকায় অভিনয়ের প্রস্তাব পাকা হয়ে যাওয়ার পরে বিবেক ওবেরয় কেন নাম বদলে নিলেন? কেন এখন তিনি বিবেক আনন্দ ওবেরয়?বিশেষজ্ঞ মহলের মত- এ আর কিছুই নয়, স্রেফ ইমেজ সাফাই। বিজেপি, হিন্দুত্ববাদ, মোদীর বিবেকানন্দে অগাধ ভক্তি সব একটু একটু করে মিশিয়ে তৈরি হয়েছে এই বিবেকানন্দ ককটেল। যদিও নায়কের নিজের দাবি- এটাই তাঁর আসল নাম। এত দিন যে সব চরিত্র করেছেন, তার সঙ্গে বিবেকটা খাপ খেত। এখন খোদ প্রধানমন্ত্রীর ভূমিকা, তাই নামটাও হয়েছে হেভিওয়েট। যদিও তার চেয়েও বড়ো বিতর্ক অন্যত্র- অনেকের দাবি, পোস্টারে যাঁকে দেখা যাচ্ছে, তাঁকে না কি হুবহু প্রধানমন্ত্রীর মতোই দেখতে লাগছে। আপনারও কি তাই মনে হয়?