Begin typing your search above and press return to search.

৪০ হাজার টাকা ঘুষ চেয়ে সাসপেন্ড হলেন নগাঁওয়ের মহিলা ডিএসপি

৪০ হাজার টাকা ঘুষ চেয়ে সাসপেন্ড হলেন নগাঁওয়ের মহিলা ডিএসপি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 Sep 2018 10:14 AM GMT

গুয়াহাটিঃ ৪০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ প্ৰমাণিত হওয়ায় সবিতা দাসকে সোমবার সাসপেন্ড করেছে আসাম পুলিশ বিভাগ। নগাঁও শহরের পানিগাঁও এলাকার সৌরভ হাজরিকা নামের এক ব্যক্তি গত ৩ সেপ্টেম্বর নগাঁওয়ের ডিএসপি সবিতা দাসের বিরুদ্ধে একটি অভিযোগ নথিভুক্ত করেছিলেন। হাজরিকা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন সবিতা দাস তাঁর কাছে ৪০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। এই অভিযোগের পরিপ্ৰেক্ষিতে অসম পুলিশ বিভাগ তদন্ত চালায় এবং ঘুষ চাওয়ার দাবিতে মহিলা পুলিশ আধিকারিককে দোষী সাব্যস্ত করে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে হাজরিকার অভিযোগ নতে, গত ৩১ আগস্ট হাজরিকা তাঁর বাড়ির কাছে গাড়ির ভিতর কয়েকজন বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছিলেন। কিছুক্ষণ পরই ডিএসপি সবিতা দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় আসে এবং হাজরিকা ও তাঁর বন্ধুদের তুলে নিয়ে যায় থানায়। ডিএসপি দাস পরদিন সন্ধ্যায়ে তাদের ছেড়ে দেন যদিও তাদের লাইসেন্স ও রেজিস্ট্ৰেশন কার্ড আটকে রাখেন। গাড়ির কাগজপত্ৰ এবং অন্যান্য নথিগুলি সম্পর্কে খোঁজ নিতে গেলে জ্যোতি খাউন্ড নামে থানার অন্য একজন কর্মী হাজরিকাকে বলেন,ওই নথিগুলি ফেরত পেতে হলে তাঁকে ৪০ হাজার টাকা দিতে হবে।

Next Story
সংবাদ শিরোনাম