ভারত তথা বলিউডের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আজ ৮৫তে পা দিলেন। সংগীত এবং আশা যেন সমার্থক। লতা যদি প্ৰকৃতার্থে ভারতের নাইটইঙ্গল,তাহলে বলতে হবে আশা ও বলিউড ইন্ডাস্ট্ৰিতে সংগীত ঘরানাই পাল্টে দিয়েছেন তাঁর বলিষ্ঠ কণ্ঠের ঝংকারে। সব ধরনের গানেই সমান দক্ষতা তাঁর। সংগীতঙ্গ,অভিনেতা দীননাথ মঙ্গেশকরের কন্যা আশা দশ বছর বয়সেই গান দিয়েই ক্যারিয়ার শুরু করেন। মাত্ৰ ১৬ বছর বয়সে ‘রাত কি রানি’ ছবিতে প্ৰথম কণ্ঠদান করেন আশা। কিংবদন্তি এই শিল্পী ২০টির বেশি ভাষায় ১৩ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। টানা ছয় দশক সংগীত জগতে দাপিয়ে বেড়িয়েছেন তিনি।
Begin typing your search above and press return to search.