অবশেষে বিজেপি-র সঙ্গে মিত্ৰতা ছিন্ন করল অসম গণ পরিষদ

অবশেষে বিজেপি-র সঙ্গে মিত্ৰতা ছিন্ন করল অসম গণ পরিষদ

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ দলের(অগপ)সভাপতি অতুল বরা অবশেষে শরিক দল বিজেপি-র সঙ্গে মিত্ৰতা ভঙ্গের কথা ঘোষণা করলেন। আজ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং-এর সঙ্গে এক বৈঠকের পর হঠাৎ নতুন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির(বিজেপি)সঙ্গে মিত্ৰতা ভঙ্গের কথা ঘোষণা করেন বরা।

উল্লেখ্য,নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র বিরুদ্ধে গোড়া থেকেই অগপ জোর প্ৰতিবাদ জানিয়ে আসছিল। ওই বিল নিয়ে সাম্প্ৰতিককালে বিজেপি-র সঙ্গে অগপ-র মতানৈক্য উঠেছিল চরমে । বিলটি লোকসভায় উত্থাপনে বিজেপি গো ধরে থাকায় অগপ শেষ পর্যন্ত শাসক দলটির সঙ্গে মিত্ৰতা ভঙ্গের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

অগপ নেতাদের একটি দল আজ এই ইস্যু নিয়ে একটা রাজনৈতিক সমাধান সূত্ৰ খুঁজে বের করার লক্ষ্যে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কিন্তু বিল প্ৰত্যাহার নিয়ে কোনও সমাধান সূত্ৰে পৌঁছতে না পারায় দল অবশেষে রাজ্যে বিজেপি-র সঙ্গে মিত্ৰতা ভঙ্গের চরম সিদ্ধান্ত নেয়। অগপ-র সে দলটি স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে দেখা করেছিল,তাঁদের মধ্যে ছিলেন কেশব মহন্ত,ফণীভূষণ চৌধুরী,রমেন্দ্ৰ নবায়ণ কলিতা এবং বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য। এদিকে খবর পাওয়া গেছে যে বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)রিপোর্টটি কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভা অনুমোদন করেছে এবং স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং ঘোষণা করেছেন আগামিকাল নাগরিকত্ব সংশোধনী বিল(সিএবি)লোকসভায় পাস করা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় অগপ সভাপতি বরা বলেন,বিজেপি-র সঙ্গে জোটে থাকার আর প্ৰশ্নই ওঠে না। বৃহত্তর অসমের স্বার্থরক্ষায় যারা সম্মান দেখাতে পারে না তাদের সঙ্গে জোটে থাকার কোনও অর্থই হয় না। তাই আমরা শেষ মেশ ওই দলের সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত নিয়েছি-বলেন বরা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com