অবৈধ বিদেশি ইস্যুর সমাধানে অসম চুক্তিই শেষ কথাঃ আসু

অবৈধ বিদেশি ইস্যুর সমাধানে অসম চুক্তিই শেষ কথাঃ আসু

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)ঐতিহাসিক অসম চুক্তির শর্ত অনু্যায়ী অবৈধ বিদেশি সমস্যা সমাধান করার ফের দাবি জানিয়েছে। আসুর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,কোনও পরিস্থিতিতেই অবৈধ বাংলাদেশিদের অসমে রক্ষণাবেক্ষণের কোনও ধরনের প্ৰস্তাব তারা বরদাস্ত করবে না।

এক প্ৰেস বিবৃতিতে আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ বলেন,ছাত্ৰ সংগঠনটি আগামি ১ মার্চ এখানে সংগঠনের কর্মসমিতির একটি বৈঠক ডেকেছে। ওই দিন সংস্থার একটি সাধারণ বৈঠকও অনুষ্ঠিত হবে। নাগরিক সংশোধনী বিল ২০১৯ রাজ্যসভায় পাস করাতে কেন্দ্ৰীয় সরকারের ব্যর্থতার পর উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বৈঠকে বশ্লেষণ করা হবে। এই ইস্যুটি নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা ও স্ট্ৰ্যাটেজি প্ৰস্তুত করা নিয়েও আলোচনা হবে কর্মসমিতির বৈঠকে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com