অসমে পঞ্চায়েত ভোট,নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হচ্ছে রাজ্য

অসমে পঞ্চায়েত ভোট,নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হচ্ছে রাজ্য

গুয়াহাটিঃ তিনসুকিয়া জেলার ধলায় সম্প্ৰতি দুষ্কৃতীদের গুলিতে পাঁচ বাংলাভাষি ব্যক্তির হত্যাকাণ্ডের প্ৰেক্ষিতে আগামি মাসে আনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচন হিংসামুক্তভাবে সম্পন্ন করতে নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ। পঞ্চায়েত ভোট সম্পূর্ণ হিংসামুক্তভাবে সম্পন্ন করার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্য পুলিশ গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছে।

আগামি ৫ ও ৯ ডিসেম্বর রাজ্যে দুদফায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। উজান অসমের বেশকিছু অত্যন্ত স্পর্শকাতর কেন্দ্ৰ পুলিশ ইতিমধ্যেই চিহ্নিত করেছে। তাই ওই সব এলাকায় রাজনীতিকদের চলাচলের প্ৰতি লক্ষ্য রেখে পুলিশি টহলদারিও বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্ৰটি বলেছে,ধলা হত্যাকাণ্ডের পরিপ্ৰেক্ষিতে রাজনীতিকদের নিরাপত্তার প্ৰশ্নে পুলিশ কোনও ধরনের ঢিলে দিতে রাজি নয়। অসম রাজ্য নির্বাচন কমিশনও(এএসইসি)শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন সারতে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্ৰহণের জন্য অনুরোধ জানিয়েছে।

পুলিশ ইতিমধ্যেই রাজ্যে ৩৬৬৫টি কেন্দ্ৰকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। ৮২৪৩ ভোট কেন্দ্ৰকে স্পর্শকাতর এবং ১১,৫৯৭টি কেন্দ্ৰকে মোটামুটি নিরাপদ বলে মনে করছে।

এএসইসি-র কমিশনার এইচএন বরা দ্য সেন্টিনেলকে বলেছেন,রাজ্য পুলিশের সঙ্গে ইতিমধ্যেই কমিশনের কয়েক দফা আলোচনা হয়েছে,পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে। মানুষ যাতে নির্ভয়ে ও নিঃসঙ্কোচে ভোটাধিকার প্ৰয়োগ করতে পারেন সেরকম একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পুলিশকে বলা হয়েহে। পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সারতে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কমিশনকে কথা দিয়েছে পুলিশ।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com