আজই চূড়ান্ত হচ্ছে বিজেপি-অগপ জোটের প্ৰার্থী তালিকা

আজই চূড়ান্ত হচ্ছে বিজেপি-অগপ জোটের প্ৰার্থী তালিকা

গুয়াহাটিঃ নেডার আহ্বায়ক তথা বরিষ্ঠ বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন,দলের কেন্দ্ৰীয় সংসদীয় বোর্ড অসমে লোকসভা নির্বাচনের জন্য দলের প্ৰার্থীদের তলিকা আজ(শনিবার)চূড়ান্ত করবে। তবে এরআগে নয়াদিল্লিতে অগপ নেতাদের সঙ্গেও একদফা। বৈঠক হবে তাদের। শনিবার সন্ধ্যায় সংসদীয় বোর্ড দিল্লিতে বৈঠকে বসছে। শুক্ৰবার বিজেপি-র রাজ্য কার্যালয়ে অগপ নেতাদের সৌজন্যমূলক সাক্ষাৎকার পর্বে শর্মাও উপস্থিত ছিলেন। ওই সাক্ষাৎকার পর্বের পর শর্মা সাংবাদিকদের বলেন,‘নাগরিকত্ব(সংশোধনী)বিল নিয়ে আমাদের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। অগপ ও তাদের অবস্থান থেকে সরে আসেনি। তবে লোকসভা নির্বাচনের পর আমরা উভয় দলই এই ইস্যুর সমাধান খুঁজতে একপ্ৰস্থ আলোচনায় বসবো। আলাপ,আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সমাধানের রাস্তা খুঁজবো। তিনি বলেন, নাগরিকত্ব বিল নিয়ে ভাবার সময় এটা নয়। এখন আমাদের একমাত্ৰ লক্ষ্য হচ্ছে উত্তর পূর্বাঞ্চল ও সারা দেশের উন্নতির স্বার্থে নরেন্দ্ৰ মোদি কে ফের ক্ষমতায় আনা’।

সাংবাদিকদের এক প্ৰশ্নের জবাবে অগপ সভাপতি অতুল বরা বলেন,গত ১৩ মার্চ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক যৌথ বৈঠকের সময় অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা নাগরিক বিল ইস্যুতে দুটো দলের অবস্থান উল্লেখ করেছেন। ‘বিজেপি এবং অগপ নাগরিক বিল ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছতে পারবে বলে আমরা আশা করছি’। শর্মা আরও বলেন,বিজেপি সংসদীয় বোর্ড আজ দিল্লিতে বৈঠকে বসছে। ‘সংসদীয় বোর্ড রাজ্যে লোকসভা নির্বাচনে জোট দলের প্ৰার্থী তালিকা চূড়ান্ত করবে। তবে অগপ নেতাদের সঙ্গে বৈঠকের আগে সেটা হচ্ছে না’।

শর্মা বলেন,নেডার শরিক দলগুলি ১৭ মার্চ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেছে। ওই বৈঠকে অগপ,বিজেপি,বিপিএফ এবং অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন। ‘মোদিকে ফের ক্ষমতায় আনাই আমাদের অভিন্ন লক্ষ্য। তাই আগামি দিনগুলিতেই জোটের মধ্যে আরও কয়েকদফা বৈঠক হবে। এদিন এরআগে শর্মা সম্মিলিত গণ শক্তি এবং মিশিং সম্প্ৰদায়ের কয়েকটি সংগঠনের সঙ্গে আলোচনায় মিলিত হন। মিশিং সংগঠনগুলি নির্বাচনে বিজেপিকে সমর্থন করা ছাড়াও দলের পক্ষে প্ৰচার চালাতেও অংশ নেবে বলে জানিয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com