আন্তর্জাতিক পর্যায় ফিরে দেখা ২০১৮-এর ঘটনাবহুল

আন্তর্জাতিক পর্যায় ফিরে দেখা ২০১৮-এর ঘটনাবহুল

ঘটনাবহুল ২০১৮। বিশ্বের বিভিন্ন দেশে ঘটনার ঘনঘটা। রাজনৈতিক টানাপোড়েন থেকে কোথাও বা যুদ্ধ পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে তৈরি হচ্ছে শরণার্থী স্রোত কিংবা দেশে বসেই দুর্ভিক্ষের কবলে পড়া। এরই মধ্যে বেশ কিছু দেশে ঘটেছে জঙ্গি হামলা। আর প্রাকৃতিক বিপর্যয় বা বিশিষ্ট জনের চলে যাওয়া তো আছেই। ফিরে দেখা যাক ২০১৮-কে:

মহাকাশচারী জন ইয়ং প্রয়াত

৬ জানুয়ারি ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন মহাকাশচারী জন ইয়ং। ১৯৭২-এ চাঁদের মাটিতে হেঁটেছিলেন মহাকাশচারী জন ইয়ং। নাসার তিনটি মহাকাশ অভিযানে ছিলেন ইয়ং। এটা একটা রেকর্ড।

আফগানিস্তানে তালিবানি, আইএস হামলা

বছরভর তালিবানি আর আইএস হামলায় বিপর্যস্ত হয়েছে আফগানিস্তান। ২৩ জানুয়ারি কাবুলে আত্মঘাতী অ্যাম্বুল্যান্স বোমায় প্রাণ হারান ৯৫ জন। আহত ১৫৮। বিস্ফোরক ভর্তি অ্যাম্বুল্যান্সটি চালাচ্ছিল এক তালিবানি জঙ্গি। ঠিক তার দু’ দিন আগে কাবুলের এক হোটেলে তালিবানি হামলায় মারা যান ১৮ জন। ২১ মার্চ কাবুলের কাছে এক ধর্মীয় স্থানে আত্মঘাতী বোমা হামলায় মারা গেলেন ৩২ জন। দায় নিল আইএস। ২২ এপ্রিল দেশের এক ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ দিলেন ৫৭ জন, আহত ১০০। দায় নিল আইসিস। ঠিক এক সপ্তাহ পরেই কাবুলে আবার হামলা। মারা গেলেন ২৬ জন। এদের মধ্যে ১১টি শিশু, ১০ জন সাংবাদিক। ৪ জন কাবুলের কাছে মুসলিম ধর্মগুরুদের এক সমাবেশের কাছে আত্মঘাতী বোমা হামলায় মারা গেলেন ১৪ জন। ৩০ জুন আফগানিস্তানের এক সেনা ঘাঁটিতে তালিবানি হামলায় ৩০ জন সেনার মৃত্যু হয়। ৩০ নভেম্বর কাবুলে ধর্মীয় পণ্ডিতদের এক সভায় বোমা বিস্ফোরণে ৪৩ জনের মৃত্যু হয়, আহত হন ৮৮ জন।

কাস্ত্রোর পুত্র আত্মঘাতী

১ ফেব্রুয়ারির খবরে জানা যায়, কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর পুত্র ৬৮ বছর বয়সি পরমাণু বিজ্ঞানী ফিদেল কাস্ত্রো দিয়াজ-বালার্ত আত্মঘাতী হয়েছেন, তিনি দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন।

তুষারপাতে আইফেল টাওয়ার বন্ধ, অবিশ্বাস্য যানজট

৭ ফেব্রুয়ারি প্যারিসে এত তুষারপাত হয় যে সারা দিনের জন্য আইফেল টাওয়ার বন্ধ করে দিতে হয়। তুষারপাতের ফলে ৭০০ কিমি দীর্ঘ যানজট তৈরি হয়।

স্টিফেন হকিং

১৩ মার্চ। চলে গেলেন পদার্থবিদ এবং মহাবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং। বয়স হয়েছিল ৭৬। ১৯৬২তে তাঁর বই ‘আ ব্রিফ হিস্টরি অফ টাইম’ আন্তর্জাতিক স্তরে বেস্টসেলার হয়। আলবার্ট আইনস্টাইনের পরে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীর শিরোপা পান তিনি। এর পরের বছরেই নার্ভের অসুখে আক্রান্ত হন হকিং, তার পরেই চিরতরে অথর্ব হয়ে পড়েন। এই অবস্থাতেও তিনি করে গিয়েছেন একের পরে এক গবেষণা। মহাবিশ্ব নিয়ে দিয়েছেন একের পর এক তত্ত্ব।

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা বন্ধ

২০ এপ্রিল উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের ঘোষণা, দেশ সমস্ত রকম অস্ত্র আয়ত্ত করে ফেলেছে। তাই এখন থেকে পরমাণু পরীক্ষা বন্ধ। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে পরমাণু পরীক্ষা বন্ধ করে দিল উত্তর কোরিয়া।

উত্তর-দক্ষিণ সাক্ষাৎ

২৭ এপ্রিল উত্তর কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসাবে কিম জং উন সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার মাটিতে পা দিয়ে সে দেশের প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকে প্রধান ইস্যু ছিল দু’ দেশের মধ্যে শান্তি চুক্তি সই করা।

রাজকুমার-অভিনেত্রী বিয়ে

১৮ মে ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস চ্যাপেলে শুভবিবাহ সম্পন্ন হল যুবরাজ চার্লস ও ডায়ানার কনিষ্ঠ সন্তান প্রিন্স হ্যারির ও অভিনেত্রী মেঘান মার্কলের।

স্কুলে গুলি

মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে প্রায়ই গুলি চালানোর ঘটনা ঘটে। তবে তার মধ্যে দু-একটা ঘটনা মারাত্মক আকার নেয়। তেমনই ঘটল ১৮ মে টেক্সাসের একটি স্কুলে। এক ছাত্রের গুলিতে ১০ জনের মৃত্যু এবং আরও ১০ জন আহত।

নাসার মঙ্গল অভিযান

‘কিউরিওসিটি রোভার’-এর ছ’ বছর পর নাসার আরেক মঙ্গলযান ‘ইনসাইট’ উৎক্ষেপণ করা হল ৫ মে। ২৭ নভেম্বর লাল গ্রহে পদার্পণ করে ‘ইনসাইট’। লাল গ্রহে পৌঁছেই একটা টুইট করে ‘ইনসাইট’। বলে, “বেশ সুন্দর জায়গা। আমার নতুন বাড়িকে জানার জন্য অপেক্ষা করছি।” ‘ইনসাইট’ মঙ্গলযানটির সংক্ষিপ্ত নাম, পুরো নাম ইন্টেরিওর এক্সপ্লোরেশন ইউজিং সিসমিক ইনভেস্টিগেশনস, জিওডিসি অ্যান্ড হিট ট্রান্সপোর্ট। ‘ইনসাইট’ হল মার্কিন গবেষণাকেন্দ্রের ২১তম মঙ্গল অভিযান। ৮৮০ পাউন্ড তথা ৩০০ কেজি ওজনের ‘ইনসাইট’ দু’ বছর ধরে লাল গ্রহ নিয়ে গবেষণা করবে।

প্লাবিত গুহায় আটক কিশোর ফুটবল দল

বারো জন কিশোর ফুটবলারকে নিয়ে ২৩ জুন নাগাদ দেশের দীর্ঘতম থাম লুয়াং গুহা দর্শনে গিয়েছিলেন থাইল্যান্ডের এক যুব দলের সহকারি কোচ। প্রবল বৃষ্টির ফলে ভেসে যায় গুহা। ফলে সেখানেই তারা আটকে পড়ে। ১৩ জন বিদেশি ডুবুরি এবং থাই নৌবাহিনীর ‘সিল’ গোষ্ঠীর পাঁচ সদস্য প্লাবিত গুহা থেকে তাদের উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যান। ইতিমধ্যে গুহায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় এক দুঁদে উদ্ধারকর্মীর। তাঁর মৃত্যুতে আটক কোচ ও কিশোরদের ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত ১০ জুলাই সবাইকে উদ্ধার করা হয়। প্লাবিত গুহা থেকে ১৮ দিন পরে সকলকে সুস্থ অবস্থায় উদ্ধার করার এই ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল।

আত্মঘাতী বিস্ফোরণে বিধ্বস্ত পাকিস্তান

সারা বছর ধরেই ছোটো-বড়ো জঙ্গি হামলায় বিপর্যস্ত হয়েছে পাকিস্তান। তারই মধ্যে ১৩ জুলাইয়ের ঘটনা ছিল পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় নৃশংসতম জঙ্গি হামলা। ওই দিন বালুচিস্তান প্রদেশের কোয়েটার কাছে মাস্তুং শহরে এক প্রার্থীর কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ১৪৯ জনের, আহত ১৮৬ জন। দায় নিল আইএসআই। এর আগে ১০ জুলাই পেশোয়ারে আওয়ামি ন্যাশনাল পার্টির জনসভায় আত্মঘাতী বিস্ফোরণে ২২ জনের মৃত্যু হয়। পরে ২৫ জুলাই কোয়েটায় এক ভোটগ্রহণ কেন্দ্রে আত্মঘাতী বিস্ফোরণে হত ৩১।

ইমরান প্রধানমন্ত্রী

২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ একক বৃহত্তম দল হিসাবে প্রতিষ্ঠালাভ করে। ১৩ আগস্ট পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ইমরান।

সূর্য অভিযানে নাসা

সূর্যের যতটা কাছে সম্ভব উপগ্রহ পাঠাতে অভিযান শুরু করল নাসা। ‘পার্কার সোলার প্রোব’ নামে ওই উপগ্রহ পাঠানো হল ১২ আগস্ট।

কোফি আন্নন প্রয়াত

রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কোফি আন্নন স্বল্প রোগ ভোগের পর ১৮ আগস্ট মারা গেলেন। বয়স হয়েছিল ৮৮। ঘানার কোফি আন্নন একমাত্র আফ্রিকান যিনি রাষ্ট্রপুঞ্জের প্রধানের পদে বসার সুযোগ পান। ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত, দু’ দফায় তিনি ওই পদে ছিলেন। ২০০১-এ তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

ভূমিকম্প, সুনামিতে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায়

গোটা বছরটাই ছোটো-বড়ো ভূমিকম্প সন্ত্রস্ত রেখেছে ইন্দোনেশিয়াকে। তারই মধ্যে কতকগুলি তো বিপর্যয় ডেকে আনে। ২৮ সেপ্টেম্বর রিখটার স্কেলে ৭.৫ মাপের ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামিতে তছনছ হয়ে গেল ইন্দোনেশিয়ার মিনাহাসা পেনিনসুলা, প্রাদেশিক রাজধানী পালু থেকে ৭৭ কিমি দূরে ছিল ভূমিকম্পের উৎকেন্দ্র। এই ভূমিকম্পে প্রাণ হারান ২২৫৬ জন, জখম হন ১০৬৭৯ জন, নিখোঁজ ১০৭৫ জন। ২২ ডিসেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা এবং জাভার পশ্চিম বিন্দুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়ে সুনামি। ক্রাকাটোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই সুনামির জলোচ্ছ্বাস দেখা গিয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। প্রাথমিক ভাবে মৃতের সংখ্যা ২৮১, আহত হাজার, নিখোঁজ বহু। ১৩ আগস্ট লম্বকে ভূমিকম্পে অন্তত ৪৩০ জনের মৃত্যু হয়।

সাংবাদিক খুন নিয়ে বিশ্ব তোলপাড়

২২ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ স্বীকার করল সাংবাদিক জামাল খাসোগিকে খুনই করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল, ইস্তানবুলে সৌদি কনসুলেটে ঘুষোঘুষির সময় খাসোগি মারা যান। দু’ দিন যেতে না যেতেই সৌদি সরকার বয়ান বদল করে বলেছে, খাসোগিকে খুনই করা হয়েছে। এই খুনের জন্য সন্দেহের তির সৌদি যুবরাজ মোহামেদ বিন সলমনের দিকে। যদিও সৌদি বিদেশমন্ত্রী বলেছেন, যুবরাজ এই হত্যার নির্দেশ দেননি। নিরাপত্তা বাহিনীর কিছু ‘দুষ্কৃতী’ এই কাণ্ড করেছে।

দুর্ভিক্ষের কবলে ইয়েমেন

ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি ইয়েমেন। মারা যাচ্ছে শিশুরা। যুদ্ধ পরিস্থিতির জন্য খাদ্যবোঝাই ট্রাক সীমান্তেই আটকে দেওয়া হচ্ছে। দেশের ১ কোটি ৪০ লক্ষ মানুষ ভয়াবহ খাদ্যাভাব, পুষ্টিহীনতার কবলে। রাষ্ট্রপুঞ্জের ত্রাণ বিভাগের প্রধান মার্ক লোকক ২৪ অক্টোবর জানান, ইয়েমেনের জনসংখ্যার অর্ধেক দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে এবং তাঁদের আর কিছু দিন পর পুরোপুরি ত্রাণের উপর নির্ভর করতে হবে৷ দুর্ভিক্ষ রোধ করতে হলে অবিলম্বে মানবিকতার স্বার্থে যুদ্ধবিরতি প্রয়োজন, যাতে দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ প্রবেশ করতে পারে৷ গত ২০ বছরে রাষ্ট্রপুঞ্জ মাত্র দু’বার দুর্ভিক্ষ ঘোষণা করেছিল৷ ২০১১ সালে সোমালিয়ায় এবং গত বছর দক্ষিণ সুদানে৷ লোকক বলেন, ইয়েমেনের পরিস্থিতি ওই দুই দুর্ভিক্ষের চেয়েও ভয়াবহ৷

ভয়ংকর দাবানল

সারা বছরই দাবানলে জ্বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা অংশ। এরই মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় দু’টি দাবানল ভয়ংকর হয়ে ওঠে। একটিতে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি শহর একেবারে ধ্বংস হয়ে গেল। মারা গেলেন অন্তত ৮৫ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ রকম ধ্বংসাত্মক দাবানল আর কখনও দেখা যায়নি। আর একটি দাবানলে লস অ্যাঞ্জেলসের শহরতলিতে প্রায় ৯৫ হাজার একর জায়গা ধ্বংস হয়ে যায়। মারা যান তিন জন।

কর্তারপুর করিডোর

শিখ তীর্থযাত্রীরা যাতে ভিসা ছাড়াই ভারতের পঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক সাহেব থেকে পাকিস্তানের কর্তারপুরে গুরদ্বার দরবার সাহেবে যেতে পারেন তার জন্য ২৮ নভেম্বর ৪ কিমি দীর্ঘ কর্তারপুর করিডোরের শিলান্যাস করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বছর খানেকের মধ্যে করিডোর তৈরি হয়ে যাবে বলে আশা করা যায়।

ইবোলা ত্রাসে কঙ্গো

ইবোলা ভাইরাস ক্রমেই গ্রাস করছে কঙ্গোকে। ১৮ নভেম্বরের হিসেব, ইতিমধ্যেই এই রোগে ২১৩ জন মারা গিয়েছে, আরও ৩৫৮ জনের শরীরে ভাইরাস মিলেছে। দেশের হিংসাত্মক পরিস্থিতির জন্য স্বাস্থ্যকর্মীরা উপদ্রুত এলাকায় পৌঁছোতে পারছেন না বলে পরিস্থিতি আরও ভয়ংকর হচ্ছে। ২৯ নভেম্বর ঘোষণা করা হয়, পূর্ব কঙ্গোয় এই ভয়াবহ ইবোলা সংক্রমণ দেশের ইতিহাসে দ্বিতীয় বার হল।

মারা গেলেন সিনিয়র বুশ

১ ডিসেম্বর মারা গেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ১৮ এপ্রিল মারা যান জর্জ বুশের স্ত্রী, তথা আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা বারবারা। সে দিনই শেষ হয়েছিল জর্জ আর বারবারার ৭৩ বছরের বিবাহিত জীবন। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় জর্জ বুশই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ১৯৮৯ সালে তাঁর মসনদে থাকাকালীনই সোভিয়েতের পতন। এর দু’বছর পরে ইরান এবং বাকি দেশের সঙ্গে জোট করে ইরাক যুদ্ধে জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র। গাল্‌ফ ওয়ার হিসেবে পরিচিত ছিল সেই যুদ্ধ। এর পরের বছরেই অবশ্য তাঁর সাম্রাজ্য পতন। প্রেসিডেন্টের মসনদে বসার চার বছর পরেই তাঁর পরাজয়। দেশের দুর্বল অর্থনীতির কারণে, জনসমর্থন গেল বিল ক্লিন্টনের দিকে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com