আবশ্যক পণ্যের দর অনেকগুণ বেড়েছে,বললেন মন্ত্ৰী ফণীভূষণ

আবশ্যক পণ্যের দর অনেকগুণ বেড়েছে,বললেন মন্ত্ৰী ফণীভূষণ

গুয়াহাটিঃ চাল,চিনি,সরষের তেল এবং আলু ইত্যাদির মতো আবশ্যক পণ্য সামগ্ৰীর দর ২০১৫-১৬ সালের তুলনায় বর্তমানে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। শুক্ৰবার রাজ্য বিধানসভায় একথা উল্লেখ করেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী। তিনি বলেন,উন্নত মানের চালের দর বেড়েছে ২০ শতাংশ। মোটামুটি ভাল চালের মূল্য ৮ থেকে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিনির মূল্য বেড়েছে ৫ থেকে ৪৬ শতাংশ। শস্যের তেল ৭ থেকে ১২ শতাংশ এবং আলু ৩৩ থেকে ১০০ শতাংশ বেড়েছে। তবে এই সময়ে অড়হর,মুগ,মুসর ডালের দর কিছু হ্ৰাস পেয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com