আলমগঞ্জ-বিলাসীপাড়ার মধ্যে নতুন রেল লাইনে পরীক্ষামূলক ট্ৰেন চলাচল সফল

আলমগঞ্জ-বিলাসীপাড়ার মধ্যে নতুন রেল লাইনে পরীক্ষামূলক ট্ৰেন চলাচল সফল

ধুবড়িঃ রঙিয়া রেল ডিভিশন ধুবড়ি জেলার আলমগঞ্জ রেলস্টেশন থেকে বিলাসীপাড়া পর্যন্ত নতুন করে স্থাপিত রেললাইনে বুধবার পরীক্ষামূলক ট্ৰেন চালানোর কাজ সফলভাবে সম্পন্ন করে।

এরআগে ২০১৭ সালের ডিসেম্বরে বিভাগটি গৌরীপুর থেকে আলমগঞ্জ পর্যন্ত নতুন করে স্থাপিত ১১,৭০০ কিলোমিটার দীর্ঘ রেল লাইনে অনুরূপভাবে পরীক্ষামূলক ট্ৰেন চালানোর কাজ সম্পাদন করেছিল। কিন্তু এবার আলমগঞ্জ থেকে বিলাসীপাড়া পর্যন্ত ২৬,৫০০ কিলোমিটার দীর্ঘ রেললাইন স্থাপন করা হয়েছে। এই নিয়ে গৌরীপুর থেকে বিলাসীপাড়া পর্যন্ত মোট ৩৮,২০০ কিলোমিটার দীর্ঘ রেললাইন বসানোর কাজ সম্পূর্ণ করা হলো। রেলের একজন বরিষ্ঠ কর্মকর্তা একথা জানান। ধুবড়ি জেলার মহকুমা সদর বিলাসীপাড়া এই সুবাদে ভারতের রেল মানচিত্ৰে জায়গা করে নিলো। এটা খুবই সন্তুষ্টির কথা যে অবশেষে নিম্ন অসমের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান বিলাসীপাড়া রেল মানচিত্ৰে অন্তর্ভুক্ত হলো। নতুন করে রেললাইন স্থাপিত হওয়ায় এই অঞ্চলের উন্নয়নের পথ প্ৰশস্ত হবে। রেললাইন গড়ে ওঠায় অঞ্চলটির মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। সমাজকর্মী তথা বিলাসীপাড়া শহরের বাসিন্দা দেবব্ৰত দাস একথা বলেন।

ওদিকে রঙিয়া রেল ডিভিশনের সেফটি কমিশনার আরকে শর্মা দ্য সেন্টিনেলকে বলেন,বুধবার ওই লাইনে পরীক্ষামূলক ট্ৰেন চালানোর কাজ সফল হয়েছে। ‘এই লাইনে প্ৰথমে পণ্যবাহী ট্ৰেন চালানো হবে এবং ধীরে ধীরে যাত্ৰীবাহী ট্ৰেন চালু করা যাবে’।

শর্মা আরও বলেন,বিলাসীপাড়া থেকে অভয়াপুরী অবধি রেল লাইন বসানোর বাকি কাজ এবং কালভার্ট ও সেতু ইত্যাদির নির্মাণ এগিয়ে চলেছে। ২০২০-এর শেষাশেষি এই রেললাইন সম্পূর্ণ হয়ে যাবে। নিউ ময়নাগুড়ি যোগীঘোপা নিউ রেলওয়ে লাইন ডিমান্ড কমিটি গত দুদশক ধরে নতুন রেললাইন বসানোর দাবিতে লড়াই চালিয়ে আসছিল। এই লাইনটির ৭০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে-জানান শর্মা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com