এশিয়াডে কুস্তির ৬৫ কেজি বিভাগে সোনা জিতে বজরং পুনিয়ার নজর এখন টোকিও অলিম্পিক

এশিয়াডে কুস্তির ৬৫ কেজি বিভাগে সোনা জিতে বজরং পুনিয়ার নজর এখন টোকিও অলিম্পিক

জাকার্তাঃ ভারতীয় কুস্তির নতুন তারকা বজরং পুনিয়া জাকার্তায় অষ্টাদশ এশিয়ান গেমসে পুরুষদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছেন। ২৪ বছর বয়সী বজরং পুনিয়ার নজর এখন ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে সোনা কুড়ানোর দিকে। জাকার্তা এশিয়াডে পুনিয়া জাপ প্ৰতিদ্বন্দ্বী তাকাতানি দাইচিকে হারিয়ে সোনা তুলে নেন। বজরং এই জয়কে তাঁর একটা বড় সাফল্য বলে মনে করছেন। তাঁর মতে ‘এখানে জয় পেলে টোকিও অলিম্পিকে আপনি একজন প্ৰতিদ্বন্দ্বী হতে পারবেন। আমার নজর এখন টোকিও অলিম্পিকের দিকে। তারজন্য আমি প্ৰস্তুতি নিচ্ছি’। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এধরনের সেরাটা উজাড় করে দিতে আমি চেষ্টা করবো-বলেন বজরং।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com